হরকলি কচুপাড়ায় রেকর্ডী রাস্তা কেটে পুকুর খনন - জনচলাচলে দুর্ভোগ সৃষ্টি

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের হরকলি কচুপাড়া গ্রামে স্বাধীনতা মাসে এক সহোদর প্রভাবশালী রেকর্ডী রাস্তা কেটে পুকুর খনন করায় জনগণের চলাচলে স্বাধীনতার বিঘœ সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার সকালে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামের জনমনে চাপা ক্ষোভ ও চরম উত্তেজনা বিরাজ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে হরকলি কচুপাড়া গ্রামে মৃত এছান দন্দ’র পুত্র প্রভাবশালী সহোদর তোজাম্মেল হোসেন ও মোজাফফর হোসেন দুই ভাই ৬২ সালে রেকর্ডকৃত রাস্তায় পুকুর কেটে মাছ চাষ করছেন। এ ঘটনায় জনগণের চলাচলের সমস্যা হলে জনগণ রাস্তাটি সংস্কারের জন্য অবৈধ দখলদার পুকুর মালিক সহোদর তোজাম্মেল হোসেন ও মোজাফফর হোসেনকে অনুরোধ করে।  এতে দুই ভাই  ক্ষিপ্ত  হয়ে রাস্তাটির প্রবেশ মুখে পাগাড় (লম্বা খাল) খুড়েন। বর্তমানে ভুক্তভোগী গ্রামবাসী পার্শ্ববর্তী বাঁশঝাড় দিয়ে কষ্ট করে হাটবাজার সহ ক্ষেতেখামারে চলাচল করছেন। রুস্তম সহ গ্রামবাসীরা জানান,  এই দুই ভাই গ্রামের ভুমিদস্যু, টাউট বাটপার ও মামলাবাজ হওয়ায় কেহই তাদের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায় না। ইতিপূর্বে ২৬ শে জুলাই ২০১৫ দৈনিক যুগের আলো এবং ২৭ শে জুলাই ২০১৫ দৈনিক প্রথম খবর পত্রিকায় তাদের অপকর্মের খবর প্রকাশিত হয়।  এ ব্যাপারে এলাকাবাসী হরকলি কচু পাড়া থেকে চওড়া পাড়া যাতায়াতের রাস্তাটি অবৈধ দখলমুক্ত করে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন।  

পুরোনো সংবাদ

রংপুর 7690833091160596135

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item