খলেয়া গঞ্জিপুরে কচি কন্ঠের আসরের ৩৩তম বর্ষপূর্তি ও পূর্নমিলনী অনুষ্ঠিত

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো রংপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সংগঠন খলেয়া গঞ্জিপুর কচি কন্ঠের আসর এর ৩৩ তম বর্ষপূর্তি ও পূর্নমিলনী অনুষ্ঠান ২০১৬। গত শুক্রবার সন্ধ্যায় খলেয়া গঞ্জিপুর স্কুল এন্ড কলেজ মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তির সৌজন্যে বর্ণিল সাজে সজ্জ্বিত সুবিশাল প্যান্ডেলে বিপুল সংখ্যক দর্শক শ্রোতা ভক্তের সমবেতর মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রাক্তন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান আলোচনা সভা ও ওপেন কনসার্ট। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা আওয়ামীলীগের প্রবীন নেত্রী সংসদ সদস্য হোসনে আরা ডালিয়া, বিশেষ অতিথি সদর উপজেলার চেয়ারম্যান নাসিমা জামান ববি, খলেয়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা, সরকারী বেগম রোকেয়া কলেজের বাংলা বিভাগের সাবেক প্রধান প্রফেসর মোহাম্মদ শাহ্ আলম, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য জাকির হোসেন শাহ্, খলেয়া গঞ্জিপুর কচি কন্ঠের আসরের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক সাদা মনের মানুষ মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে ও সহকারী ভুমি অফিসার আনোয়ার হোসেনের সঞ্চালনে উক্ত বর্ষপূর্তি অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাক্তন কৃতি শিক্ষার্থীদের মধ্যে তারাগঞ্জ ডাঙ্গির হাট স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক পরিমল চন্দ্র সরকার, গোলাম সরোয়ার মির্জা, খলেয়া গঞ্জিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খাদেমুল ইসলাম, লালচাঁদপুর ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক সভাপতি শাহ্ মোঃ মাসুদ রানা ও নার্স লতিফা বেগম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খলেয়া গঞ্জিপুর স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি আশিকুর রহমান আলকাছ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। পরে অতিথিবৃন্দ, প্রাক্তন কৃতি শিক্ষার্থী সহ সমাজের বিশিষ্ট জনদের মাঝে অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্মৃতি নিদর্শন স্বরুপ সম্মাননা প্রদান করা হয়। দ্বিতীয় পর্বে খলেয়া গঞ্জিপুর কচি কন্ঠের আসরের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক সাদা মনের মানুষ মোঃ হারুন অর রশিদ ও শাহাবুল ইসলামের যৌথ সঞ্চালনায় নৃত্য- সঙ্গীত পরিবেশন করেন সংগঠনের ক্ষুদে শিল্পী লোপা, কনিকা রায়, নিপা সরকার,  সেজ্জা মনি, জয়শ্রী, সমাপ্তি, অর্পিতা, রিপন, খোকন, অভিজিত, শুভ, দিব্য, অজিত, রিফাত, নিপুন, অর্জুন রায় এবং বড়দের মধ্যে এস কে শানু (মাইটিভি), রনজিত কুমার রায় (রংপুর বেতার-বিটিভি), এস বিজয় (বিটিভি), পুতুল রানী (রংপুর বেতার), শিল্পী রানী (রংপুর বেতার), মোস্তফা কামাল, আমন্ত্রিত শিল্পী আশরাফ ভান্ডারীসহ রংপুরের  শিল্পী বৃন্দ।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 2088610379836206506

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item