পাগলাপীর লাহিড়ীর হাট শ্যামপুর সড়কের সংস্কার কাজ বন্ধ হওয়ায় জনমনে বিরুপ প্রতিক্রিয়া

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
রংপুরের পাগলাপীরে লাহিড়ীরহাট শ্যামপুর বদরগঞ্জ সড়কের সংস্কার কাজ হঠাৎ করে বন্ধ হওয়ায় সড়কে চলাচল রত ভুক্তভোগীসহ এলাকাবাসীর মাঝে চাপা ক্ষোভ ও বিরুপ প্রতিক্রিয়া সৃষ্ঠি হয়েছে বলে অভিযোগ উঠেছে। জানাগেছে সাম্প্রতিক পাগলাপীর লাহিড়ীরহাট শ্যামপুর বদরগঞ্জ সড়কের জিরো পয়েন্ট পাগলাপীর বন্দরের হাইওয়ে সড়ক হতে হাসি শিশু শিক্ষালয় ৫শ ফিট পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং পাথর খোয়া উঠে গর্ত সৃষ্ঠি হয়ে পড়ায় বাস,ট্রাক,কার,মাইক্রো,অটো,সিএনজি,রিক্সা,ভ্যান সহ নানা হালকা পাতলা যানবাহন চলাচল করা তো দুরের কথা পায়ে হাটা পথচারী শিক্ষার্থী সহ সাধারন মানুষজনের চলাচল অযোগ্য হয়ে পড়ছে। এ সংক্রান্ত একটি প্রতিবেদন বিভিন্ন পত্রিকায় প্রকাশ হলে সংশ্রিষ্ঠ কতৃপক্ষ সড়ক টির সংস্কারের উদ্যোগ গ্রহন করেন। সেই মোতাবেক গত ফেব্র“য়ারী মাসে সংস্কার কাজ শুরু হওয়ার এক সপ্তাহ যেতে না যেতেই হঠাৎ করে ঠিকাদার সড়কের সংস্কার কাজ বন্ধ করে দেয়। ফলে এ নিয়ে সড়কের চলাচল রত ভুক্তভোগী মহলে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এব্যাপারে সড়কে চলাচল রত ভক্তভোগী মহল সহ পাগলাপীর বাসী অবিলম্বে পাগলাপীর লাহিড়ীরহাট শ্যামপুর বদরগঞ্জ সড়কের সংস্কার কাজ স¤পন্ন করার দাবীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করছে।

পুরোনো সংবাদ

রংপুর 7518481824075526197

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item