বাংলাদেশ রেলে নতুন বহর যুক্ত হলো

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ২৩ মার্চ॥
এবার বাংলাদেশ রেলওয়েতে নতুন রঙের বৈচিত্রে এবং ডিজাইয়ে ব্রড গেজ লাইনের যাত্রীবাহী কোচ রেলপথে চলাচল শুরু করতে যাচ্ছে। নতুন আঙ্গিকে নতুন রেল কোচ ভারত থেকে আসছে বাংলাদেশে। এর মধ্যে ভারত থেকে আমদানি করা ৮০টি ট্রেন বগির মধ্যে ২০টি বগির প্রথম চালান মঙ্গলবার (২২ মার্চ) দুপুর আড়াইটার দিকে দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে এসে পৌঁছেছে। কাস্টমসে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বগিগুলো নীলফামারীর সৈয়দপুর রেলকারখানায় নেয়া হবে। এখানে ফিডনেন্স চেকের পর তা যাত্রী পরিবহনে রেলপথে নামানো হবে। প্রথম পর্যায় এই ২০ কোচ কোন পথের গন্তব্যে চলাচলা করবে তা এখনও নির্ধারন করা হয়নি। সুত্র মতে এই নতুন রেলকোচ দিয়ে রাজশাহী-পঞ্চগড় ও নীলফামারীর চিলাহাটি পথে প্রথম যাত্রা শুরু হতে পারে।
সুত্র মতে ভারত থেকে আমদানি করা ৮০টি রেলবগির মধ্যে ২০টি বগির প্রথম চালান দুপুর
আড়াইটার দিকে দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে এসে পৌছায়। বাংলাদেশ রেলওয়ের রাজশাহী অঞ্চলের চিফ প্রকৌশলী মো. ইফতেখার হোসেনের কাছে ভারতীয় রেলওয়ে ট্রাফিকের প্রধান সমন্বয়কারী পার্থ ব্যানার্জি ও অশোক বিশ্বাস ভারতীয় ২০টি বগি বুঝিয়ে দেন। বাকি ৬০টি বগি দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের মাধ্যমে পর্যায়ক্রমে আসবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

পুরোনো সংবাদ

প্রধান খবর 3492665790951118778

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item