নীলফামারীতে অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্থদের মাঝে সংস্কৃতি মন্ত্রী অনুদান বিতরন

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ১৭ মার্চ॥
জেলা সদরের কুন্দুপুকুর, গোড়গ্রাম, সোনারায়, কচুকাটা, রামনগর, লক্ষ্মীচাপ ও পলাশবাড়ি ইউনিয়নে বিভিন্ন সময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ্য ৩৫ পরিবারের মাঝে ঢেউ টিন বিতরন করেছেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর। আজ বৃহস্পতিবার দুপুর ২টায় ত্রান মন্ত্রনালয় হতে প্রাপ্ত ওই সব পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন ও নগদ তিন হাজার করে টাকা প্রদান করা হয়। এ ছাড়া মন্ত্রী ওই অনুষ্ঠানে সমাজ সেবা অধিদপ্তরের সহায়তায় ২২ জন শারীরিক প্রতিবন্ধীকে একটি করে হুইল চেয়ার ও শিক্ষা মন্ত্রনালয়ের দেয়া ৭০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তির ৪ লাখ টাকা সমপরিমানে বিতরন করেন।
এ ছাড়া গত ১২ ফেব্রুয়ারী গোড়গ্রাম ইউনিয়নের মাঝপাড়া গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৪০ পরিবারের মাঝে জেলা রেড ক্রিসেন্টের সহায়তায় এক হাজার করে টাকা, দুইটি করে লুঙ্গী ,শাড়ী ও  কম্বল বিতরন করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, ইউএনও সাবেত আলী, জেলা রেড ক্রিসেন্টের সভাপতি ডাঃ মমতাজুল ইসলাম মিন্টু, সাধারন সম্পাদক ডাঃ হাসান হাবিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, জেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল আসাদ মিয়া।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 5283746506447948352

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item