ইবি ভিসি অবরুদ্ধ

হুমায়ুন কবীর জীবন,ইবি প্রতিনিধি :
দাবি আদায়ের জের ধরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতি ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারকে অবরুদ্ধ করে রেখেছেন । বুধবার দুপুর ১টার দিকে আন্দোলনরত কর্মকর্তারা ভিসি অফিসে তালা লাগিয়ে দিলে ভিসি, প্রো-ভিসি সহ প্রশাসনের কর্তাব্যক্তিরা অফিসের ভিতরে আটকা পড়ে। বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি বুধবার ষষ্ঠ দিনের মত সকাল ৯টা থেকে তাদের দাবি আদায়ে প্রশাসন ভবনের করিডোরে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে।

এসময় তারা ভিসি অফিসের সামনে অবস্থান নেয় এবং তাদের দাবি ডেপুটি রেজিস্ট্রারদের সহযোগী অধ্যাপকদের সমমান বেতন স্কেল এবং চাকরীর বয়সসীমা ৬২ করার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

পরে দুপুর ১টার দিকে তারা ভিসি অফিসের সামনেই হট্টগোল শুরু করে। একপর্যায়ে তারা ভিসি অফিসের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। সেখানে তাদের ভিসি বিরোধী স্লোগান দিতেও দেখা গেছে।

আন্দোলনরত একাধিক কর্মকর্তাদের সাথে কথা বরে জানা যায়, “তাদের দাবির পক্ষে তারা অনড় অবস্থানে রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ভিসি অফিসের তালা খুলে দিবে না বলেও জানান তারা।”

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 6994633138760494435

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item