নীলফামারীতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেনি

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ১৩ মার্চ॥
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নীলফামারী জেলা সদরে দ্বিতীয় দফায় আগামী ৩১ মার্চ ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৪ জন বিদ্রোহী প্রার্থীরা কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেনি। তবে স্বতন্ত্র ১ চেয়ারম্যান প্রার্থী ও ওয়াড সদস্য পদে ২ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ২ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। রবিবার বিকেল ৫টা পর্যন্ত  রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে তারা মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।
তারা ২ মার্চ মনোনয়নপত্র দাখিল করেছিল। সর্বশেষ ওই ৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৪ জন প্রতিদ্বন্দিতায় থাকলে। আজ সোমবার প্রতিক বরাদ্দের পর তারা প্রচারনায় মাঠে নেমে পড়বে।
ওই ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৫জন প্রার্থী মনোনয়নপত্র দাখিলের পর বাছাই পর্বে কেউ বাদ পরেননি। সর্বশেষ রবিবার প্রত্যাহারের শেষদিন পঞ্চপুকুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আহম্মদ আলী টিপু তার মনোনয়ন প্রত্যাহার করেন।
লক্ষ্মীচাপ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীর মধ্যে আঃ লীগের দলীয় প্রার্থী ওই ইউনিয়নের সাধারন সম্পাদক গোলম মোস্তফা। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন আঃলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান শ্যামচরন রায়।
চওড়াবড়গাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আঃ লীগের দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্ট।এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ওই ইউনিয়নের সহ সভাপতি আবুল খায়ের বিটু।
পঞ্চপুকুর ইউনিয়নে ৫ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আঃলীগের দলীয় প্রার্থী হয়েছে সদর উপজেলা আঃলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান। এখানে আঃলীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন আঃলীগের উপদেস্টা ও বর্তমান চেয়ারম্যান ওয়াহেদুল ইসলাম এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সদস্য নাজমুল হক জিয়া।
পলাশবাড়ি ও গোড়গ্রামে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নেই। পলাশবাড়িতে ৫জন প্রার্থীর মধ্যে আঃলীগের ইউনিয়ন সভাপতি সাবেক চেয়ারম্যান মমতাজ উদ্দিন ও গোড়গ্রাম ইউনিয়নে ৪ জনের মধ্যে আঃ লীগের রিয়াজুল ইসলাম একক প্রার্থী রয়েছে।
এ ব্যাপারে কথা বলা হলে  সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলিমুদ্দিন বসুনিয়া জানান  বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীদের দল থেকে বহিস্কার করা হবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 2465002497072644427

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item