ইবি কর্মকর্তাদের কর্মবিরতি প্রত্যাহার

হুমায়ুন কবীর জীবন,ইবি প্রতিনিধি
: সহযোগী অধ্যাপকদের বেতন স্কেল ও চাকরীর সময়সীমা ৬২ বছর করার দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা সমিতির ডাকা চলমান কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী প্রত্যাহার করে নিয়েছে কর্মকর্তারা। বৃহষ্পতিবার বেলা ১১টায় সমিতির কার্যালয়ে সাধারণ সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কর্মবিরতি প্রত্যাহারের এ ঘোষনা দেওয়া হয়।
ইবি কর্মকর্তা সমিতির সভাপতি মোহাম্মদ সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসানুল হক হাসানের পরিচালনায়  সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত কর্মকর্তাদের মতামতের উপর ভিত্তি করে আগামী ১১ মার্চ পর্যন্ত তাদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী প্রত্যাহারের ঘোষনা দেয়া হয়।
উল্লেখ্য, গত বুধবার কর্মবিরতির ৬ষ্ঠ দিনের মাথায় ভিসি অফিস অবরোধের মাধ্যমে তারা ভিসিকে একটি জরুরি সিন্ডিকেট করতে চাপ প্রয়োগ করে। কিন্তু ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি ছাড়া সিন্ডিকেট করতে অপারগতা প্রকাশ করেন এবং আগামী ১১ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ সিন্ডিকেট করার বিষয়ে আশ্বাস প্রদান করলে সন্ধ্যা ৭টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেয় কর্মকর্তারা

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 606957584027070566

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item