জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না। -আসাদুজ্জামান নূর।

আনিছুর রহমান মানিক, ডোমার নীলফামারী প্রতিনিধিঃ

 জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না। কালুর ঘাটের দূর্বল বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান কি ঘোষনা দিয়েছিলেন কি দেন নাই আমরা কিন্তু কোন দিন শুনতে পাই নাই। কিন্তু ৭ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ দেশবাসীকে ঐক্যবদ্ধ করেছে স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়তে। তিনি ইতিহাস বিকৃতিকারীদের জ্ঞানপাপী আখ্যা দিয়ে বলেন, যারা ইতিহাস বিকৃতি করে মানুষ তাদের ক্ষমা করবেনা। তিনি জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের দাবী জানিয়ে বলেন,যারা ত্রিশ লক্ষ শহীদের রক্তে হাত রাঙ্গীয়েছে, তাদের বাংলাদেশের মাটিতে রাজনীতি করার কোন অধিকার নাই। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে “হৃদয়ে স্বাধীনতা ডোমার ”স্মৃতি সৌধের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে কথা গুলো বলেন, গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংস্কৃতি মন্ত্রনালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, অযথা সময় নষ্ট না করে লেখা পড়ায় মনোনিবেশ করতে হবে। দেশ কে এগিয়ে নিয়ে যেতে হলে লেখাপড়ার কোন বিকল্প নাই। সকলে মিলে ঐক্য বদ্ধ থাকলে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে কোন প্রতিবন্ধকতা কাজে আসবেনা। শুক্রবার বিকালে ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে “হৃদয়ে স্বাধীনতা ডোমার” প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, নীলফামারী জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ মমতাজুল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, ডোমার উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও পরিচালক বীরাঙ্গনা সহায়তা কার্যক্রম ড.আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ডোমার উপজেলা কমান্ডার নুরন-নবী, বাংলাদেশ টেলিভিশনের চিত্রকর জিএমএ রাজ্জাক প্রমূখ। এসময় ২৫জন বীরঙ্গনাকে সংবর্ধনা দেয়া হয়।  অনুষ্ঠানের শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংকৃতিক দলের শিল্পীদের অংশগ্রহনে সংগীত পরিবেশন করে।

পুরোনো সংবাদ

নীলফামারী 2599703098960024803

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item