চিলাহাটিতে ৫৬ বিজিবি’র সংবাদ সম্মেলন

এ.আই পালাশ, চিলাহাটি, নীলফামারী প্রতিনিধি ঃ
 নীলফামারী জেলার  ডোমার উপজেলার চিলাহাটির ৫৬ বিজিবি’র কোম্পনী কমান্ডার সুবেদার মোঃ আফতাব উদ্দিন আহম্মেদ ৩০ মার্চ ২০১৬ইং সকাল ১০টার দিকে এক সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশ বর্ডাগার্ড ৫৬ বিজিবি’র অধিনায়ক ল্যাঃ কর্ণেল ইঞ্জিনিয়ার জিএম সারওয়ারের দিক নির্দেশানায় বিজিবি’ সদস্যরা নিষ্ঠার সাধে সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে আসছে এবং এর পাশাপাশি সীমান্ত এলাকার মানুষদের সঙ্গে নিয়ে বিভিন্ন সামাজিক কর্মকান্ড চালিয়ে আসছে।
গত ২৩ মার্চ  ঢাকা-চিলাহাটি গামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের এসি বগির টয়লেটের পানির ট্যাংক থেকে ৮ বোতল ফেন্সিডিল উদ্ধারকে কেন্দ্র করে সৈয়দপুর রেলওয়ে জি.আরপি থানার এসআই মাজেদ স্থানীয় সাংবাদিকদের যে বিবৃতি দিয়েছেন ৫৬ বিজিবি’র সদস্যগণ তাদের কৃতিত্ব কেড়ে নিয়েছে। এটা এসআই মাজেদের মনগড়া ভাষ্য। বিজিবি’র পক্ষ থেকে বলা হয় উক্ত দিনে গোপন সংবাদের ভিত্তিতে সুবেদার আফতাব উদ্দিন জানতে পারে যে নীলসাগর ট্রেনের টয়লেটের পানির ট্যাংকে বিপুল পরিমান ফেন্সিডিল আছে তাই তিনি বিজিবি সদস্যদের নিয়ে তৎক্ষাণিক চিলাহাটি রেলস্টেশনে গিয়ে প্রায় তিন থেকে চার শতাধিক জনসাধারণের সহায়তায়  এবং উক্ত এলাকার ইউপি সদস্য সহিদুল হোসেন লিটনের সার্বিক সহযোগীতায় ৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে এবং ট্রেনটিকে ঢাকার উদ্দ্যেশে ছেড়ে যাওয়ার জন্য স্টেশন কর্তৃপক্ষকে একাধিকবার বলা হয়। অথচ গত ২৫ মার্চ ২০১৬ইং বিভিন্ন পত্রিকায় সৈয়দপুর রেলওয়ের জিআরপি থানার এসআই মাজেদ বিবৃতি প্রদান করেন যে, ৫৬ বিজিবি’র সদস্যরা জিআরপির কৃতিত্ব কেড়ে নিয়েছে যা সম্পুর্ণরুপে ভিত্তিহীর ও বানোয়াট। বিজিবি’র সদস্যরা  নিষ্ঠার সাথে মাদক বিরোধী ও চোরাচালান প্রতিরোধে এলাকাবাসীর সহযোগীতা সবসময় কামনা করে থাকেন বলে তিনি মন্তব্য করেন। 

পুরোনো সংবাদ

নীলফামারী 5443452310381017263

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item