ডোমার জোড়াবাড়ী ইউনিয়নের আওয়ামীলীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ।

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ

দেশে নির্বাচন নিয়ে বড় দুই রাজনৈতিক দলের মধ্যে তত্বাবধায়ক ইস্যুতে ব্যাবধান বাড়লেও স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতিকে দেয়ায়। উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ক্ষমতাশীন দল আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থীরা দলের মনোনয়ন পেতে গণসংযোগ শুরু করেছে। উপজেলার নেতাদের  আর্শীবাদ পেতে তারা ইতিমধ্যে নিজ নিজ এলাকায় ব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন সভা সমাবেশ থেকে শুরু করে সামাজিক নানা অনুষ্ঠানে তাদের ব্যাপক উপস্থিতি ল করার মতো। মনোনয়ন প্রত্যাশীদের দৌড় ঝাঁপে নেতাকর্মীরা অনেকটাই চাংঙ্গা হয়ে উঠেছে। এলাকবাসী সুত্রে জানাগেছে, ইউনিয়নে আওয়ামীলীগের সম্ভাব্য ৪ প্রার্থীকে মাঠে দেখা যাচ্ছে। এদের মধ্যে আবুল হাচান, আব্দুল হাই সরকার, রজব আলী ও তরুনদের মধ্যে আবুল হাসনাত সিদ্দিকী তুহিন। এই ৪জনের মধ্যে রজব আলী ও আবুল হাসনাত সিদ্দিকী তুহিন এলাকায় হেভী ওয়েট প্রার্থী হিসাবে পরিচিতি লাভ করেছে। স্টেশন পাড়ার মৃত পহরু মামুদের ছেলে আবুল হাচান, তিনি ১৯৬৭ সালে ইউনিয়ন আঃলীগের সভাপতি ছিলেন এবং ১৯৯২ সালে তিনি ইউনিয়ন চেয়াম্যান হিসাবে নির্বাচিত হয়। বয়সের শেষ মুহুর্ত্তে ১টি বার নির্বাচনে যেতে চান তিনি। হলহলিয়া গ্রামের মৃত আব্দুল গফ্ফারের পুত্র আব্দুল হাই সরকার সপ্রাবির কর্মরত অবস্থায় দির্ঘ ৪০বছর যাবত ইউনিয়ন আঃলীগের সভাপতি হিসাবে দায়ীত্ব পালন করেন। এছাড়াও সাবেক হুইব আবদুর রউফ সহ জেলার নেতাদের সাথে ব্যাপক পরিচিতি তার। তিনি আশা করেন রাজনৈতিক কেরীয়ারের জন্য এবার নৌকা প্রতিক তারই প্রাপ্য। বন্দর পাড়া গ্রামের মৃত চইমুদ্দিনের ছেলে সদ্য অবসরপ্রাপ্ত সপ্রাবির শিক্ষক রজব আলী মাষ্টার। তিনি জানান, ১৯৬৮সালে হাইস্কুল জীবন থেকে ছাত্রলীগের সাথে জড়িত, ১৯৭৩ সালে কলেজ শাখার সাঃ সম্পাদক। ১৯৮২ সালে প্রাইমারী চাকুরী হওয়ায় সমর্থক হিসাবে নেপথ্যে ছিলেন, ২০১৫ সালে স্বইচ্ছায় অবসর নিয়ে বর্তমানে ইউনিয়ন কৃষকলীগের কার্যকরী ১নং সদস্য হিসাবে দায়ীত্ব পালন করে আসছে, তবে তিনি বংশগত আওয়ামীলীগ বলে মনোনয়ন এর দাবীদার। নির্বাচিত হলে এলাকার ব্যপক উন্নয়ন করবে বলে তিনি জানান। অপর দিকে দক্ষিণ পাড়ার আলহাজ্ব আবু বক্কর সিদ্দিকের পুত্র আবুল হাসনাত সিদ্দিকী তুহিন বয়সে তরুন, কলেজ জীবন থেকে ছাত্রলীগ, যুবলীগ করতেন তিনি। গত ১৩সালের কাউন্সিলে ইউনিয়ন আঃলীগের যুব ও ক্রীড়া সম্পাদকের দায়ীত্ব পান। সেই থেকে মাদক বিরোধী আন্দোলন সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত থেকে এলাকায় ব্যপক সাড়া জাগিয়েছে। তিনিও আশা করেন দলীয় মনোনয়ন পেলে বঙ্গবন্ধুর আদর্শে উৎজীবিত মাননীয় প্রধান মন্ত্রির ডিজিটাল বাংলাদেশ গড়তে যুব সমাজকে সাথে নিয়ে রাস্তা, ঘাট, ব্রীজ কালভার্ট নির্মান সহ ইউনিয়নের ব্যপক উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এখন শুধু অপেক্ষার প্রহর কার হতে যাবে নৌকা ও বৌঠা।

পুরোনো সংবাদ

নীলফামারী 1082534880789706520

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item