বিশ্ব যক্ষ্মা দিবস ডোমারে জুয়ারী ও গাঁজা সেবীর জেল জরিমানা

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ 
নীলফামারীর ডোমারে ক্রিকেট জুয়ারী ও মাদক সেবী আটক, ভ্রাম্যমান আদালতে জেল ও জরিমানা। বুধবার রাতে ডোমার বাজারের মায়া মার্কেট এলাকা থেকে ক্রিকেট বাজির জুয়া চলাকালিন সময় বড় রাউতা মাদ্রাসা পাড়ার মৃত বদির উদ্দিনের ছেলে চা দোকানদার মাহাবুল ইসলাম(৪০) এবং নাবিল কাউন্টার এলাকা হতে গাঁজা সেবক কালে চিকনমাটি পৌরসভা ৬নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল লতিফের ছেলে রাতুল হাসান(২৫) কে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। ডোমার থানার এসআই খাদেমুল করিম ও এএসআই আব্দুল রউফ মন্ডলের নের্তৃত্বে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, মহাবুল এলসিডি টিভি দোকানে বসিয়ে  চা বিস্কুটর বিক্রির নাম করে বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখীয়ে জমজমাট জুয়ার আসর বসায়। এতে করে খেলার বাজি লাগিয়ে এলাকার অনেক যুবককে ফতুর বানিয়ে পথে বসিয়েছে। ঘটনার দিন পূর্ব থেকে ওৎ পেতে থাকা পুলিশ তাকে হাতে নাতে গ্রেফতার করে। এসময় তার কাছে জুয়া খেলার ৬৭হাজার টাকা উদ্ধার করে। অপর দিকে মাদসেবী রাতুল হাসান সহ দুজনকে পরদিন দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও (নির্বহী ম্যাজিট্রেড) মোছাঃ সাবিহা সুলতানার কাছে হাজির করলে, তিনি ভ্রাম্যমান আদালত বসিয়ে ১৯৬৭ সালের জুয়া আইনের ৩ ধারা মোতাবেক মাহাবুলকে ৩দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এবং মাদক সেবী রাতুল হাসানকে ৫হাজার টাকা জরিমানা করে। মাহাবুলের ৬৭হাজার টাকা সরকারী কেষাগাড়ে জমা দিয়ে নীলফামারী জেল হাজতে প্রেরন করা হয়। 

পুরোনো সংবাদ

নীলফামারী 6071184257150623791

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item