ডোমার সোনারায় ইউপির আঃ লীগের মনোনয়ন প্রত্যাশী কালামের গণসংযোগ

আনিছুর রহমান মানিক, ডোমার  (নীলফামারী) প্রতিনিধিঃ

দেশে নির্বাচন নিয়ে বড় দুই রাজনৈতিক দলের মধ্যে তত্বাবধায়ক ইস্যুতে ব্যাবধান বাড়লেও স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতিকে দেয়ায়। উপজেলার সোনারায় ইউনিয়নের ক্ষমতাশীন দল আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী  কালাম দলের মনোনয়ন পেতে গণসংযোগ শুরু করেছে। ভোটারদের আর্শীবাদ পেতে  ইতিমধ্যে নিজ এলাকায় ব্যস্ত সময় পার করছেন তিনি। বড়গাছা পাটোয়ারী পাড়া গ্রামের মৃত আব্দুস ছালামের ছেলে আবুল কালাম আজাদ। তিনি গত নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে পরাজয় বরণ করেন। বর্তমান সরকার যখন দলীয় প্রতিক নিয়ে নির্বাচনের সিদ্ধান্ত নেয় সেই সুবাধে তিনি আঃলীগের  নৌকা প্রতিক নিয়ে জয়ের আশা করছেন। ১৯৭৫ সালে ছ্ত্রা জীবন থেকে তিনি আঃলীগের রাজনীতির সাথে জড়িত থেকে দীর্ঘদিন ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। বিভিন্ন সভা সমাবেশ থেকে শুরু করে সামাজিক নানা অনুষ্ঠানে তার ব্যাপক উপস্থিতি লক্ষ করার মতো। তিনি মনোনয়ন প্রত্যাশী হওয়ায় এলাকার নেতাকর্মীরা অনেকটাই চাঙ্গা হয়ে উঠেছে। এলাকবাসী সুত্রে জানাগেছে, ইউনিয়নে আওয়ামীলীগের সম্ভাব্য ২প্রার্থীকে মাঠে দেখা যাচ্ছে। এদের মধ্যে আবুল কালাম আজাদ ও অপরদিকে মঞ্জু চৌধুরী এই ২জনের মধ্যে আবুল কালাম আজাদ এলাকায় হেভী ওয়েট প্রার্থী হিসাবে পরিচিতি লাভ করেছে। এছাড়াও সাবেক হুইব আবদুর রউফ সহ জেলার নেতাদের সাথে ব্যাপক পরিচিতি তার। তিনি আশা করেন এবার নৌকা প্রতীক তারই প্রাপ্য। দলীয় ভাবে তাকে মনোনয়ন না দিলে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবে বলে তিনি জানান। তিনি আশা করেন দলীয় মনোনয়ন পেলে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জিবিত মাননীয় প্রধান মন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়তে ইউনিয়নের রাস্তা, ঘাট, ব্রীজ কালভার্ট নির্মান সহ এলাকার ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

পুরোনো সংবাদ

নীলফামারী 194422976448546103

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item