ডোমারে প্রতারক কবিরাজ আটক, গণধোলাইয়ের শিকার

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে এক প্রতারক কবিরাজকে আটক করেছে এলাকাবাসী। আটককৃত কবিরাজ পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের খারিজা ভাজনী বাবুল বাজার এলাকার মৃত গমির উদ্দিনের পুত্র মনছুর আলী সেপারু কবিরাজ(৬২)। সরেজমিনে যানানযায়, সে ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী চান্দিাপাড়া গ্রামের মৃত নকিমুদ্দিনের ছেলে সাবেক এলএসডির সর্দার নুর মোহাম্মদের বাড়ীতে কবিরাজি করার নাম করে বাড়ীর সব তথ্য দিয়ে বগুড়ার আব্দুর রহিম নামে এক প্রতারকের সহযোগিতায় নুর মোহাম্মদের বাড়ীর মাটির তলে সোনার হাড়ি আছে বলে জানায়। সেই সুবাদে নুর মোহাম্মদের কাছে ৪লক্ষ টাকা হাতিয়ে নেয়। তারা মাটি খুড়ে সোনার হাড়ি না পাওয়ায় বিষয়টি চারিদিকে ছড়িয়ে পড়ে। ১৫মার্চ মঙ্গলবার সন্ধ্যায় আবারো টাকা দেয়ার নাম করে কৌশলে কবিরাজকে ডেকে এনে আটক করে টাকা ফেরত চায়। কবিরাজ টালবাহানা করায় এলাকাবাসী গণধোলাই দেয়। পরে তাকে ডোমার থানায় সোপর্দ্দ করে। ডোমার থানার এসআই খাদেমুল  করিম জানান, সে দির্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে নানা রোগের চিকিৎসার কথা বলে কবিরাজির ছলে একটি চক্রের সহযোগিতায় মানুষকে ধোকা দিয়ে প্রতারনা করে আসছে। পরদিন সকালে পুলিশ তার বিরুদ্ধে ১৫১ ধারায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।     

পুরোনো সংবাদ

নীলফামারী 3710455226745109831

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item