ডিমলায় পল্লীশ্রী রিকল প্রকল্পের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

জাহাঙ্গীর আলম রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ॥
নীলফামারীর ডিমলায় মঙ্গবার সন্ধ্যায় পল্লীশ্রী রি-কল প্রকল্পের ইউনিট অফিসে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্টিত হয়। পল্লীশ্রী রি-কল প্রকল্পটি তিস্তা র্দূগম চরাঞ্চলে হতদরিদ্র নারীদের সাবলম্বী করার লক্ষ্যে কাজ করছে। উপজেলার টেপাখড়িবাড়ি, খগাখড়িবাড়ি, পূর্বছাতনাই, পশ্চিম ছাতনাই ও খালিশা চাপানি ইউনিয়ন চরাঞ্চলের জনগোষ্টিদের নিয়ে কাজ করে আসছে। হতদরিদ্রদের সাবলম্বী করার লক্ষে বিভিন্ন উপকরন বিতরন ও প্রশিক্ষনের পাশাপশি পর্যবেক্ষন বিষয়ে এ মতবিনিময়ের আয়োজন করেন। পল্লীশ্রী রি-কল প্রকল্পটি ২০১০ সাল থেকে তিস্তার দুর্গম চরে নারী নেতৃত্ব, নারীর অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক কর্মকান্ডে উন্নয়নে উপজেলার ৫টি ইউনিয়নে ৩৪টি সিবিওতে ৪হাজার ৪শ ৩২টি পরিবারে ১৭হাজার ৬শ ৬০ দরিদ্র ও হতদরিদ্র জনগোষ্টি নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করে আসছে। তিস্তার চরাঞ্চলটি দরিদ্র ও দূর্যোগ প্রবন এলাকা এখানে প্রতি বছর ব্যাপক মৌসুমি বন্যা ও  উজানে ঢলে সৃষ্ট বন্যায় ব্যাপক ক্ষতির সমুক্ষিন হয়। দরিদ্র মানুষ জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগ প্রকোপ মোকাবেলায় তাদের অভিযোজন শক্তি ও কৌশল বৃদ্ধির মাধ্যমে একটি ঘাতসহিষ্ণু জনগোষ্ঠি গড়ে তোলার জন্য রি-কল প্রকল্পের মাধ্যমে সমাজ ভিত্তিক জনসংগঠন (সিবিও) গড়ে তুলেছে। ডিমলা প্রেস ক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডিমলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জাহিদ, সাংগঠনিক সহিদূল ইসলাম, অর্থ বিষয়ক মহিনূল ইসলাম সুজন, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য আবু মোতালেব, মোহাম্মদ আলী সানু, আবু হোসেন, তারিকুল ইসলাম সোহাগ, নুরনবী ইসলাম মানিক প্রমুখ। এ সময় পল্লীশ্রী রি-কল প্রকল্পের সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মন, বিডিও শরিফুল ইসলাম, ফিল্ড ফেসিলিটেটর সাজেদুল ইসলাম, ফেরদৌস আরা বেগম, সুমিত্রা রানী উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 8374336252134326811

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item