ডিমলায় আনন্দমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল চেয়ারম্যান পদে ৪২, সদস্য পদে ২৭৩ ও সংরক্ষিত পদে ৯২জনের মনোনয়ন দাখিল


জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি॥

তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নীলফামারীর ডিমলায় রবিবার আনন্দমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন ৭টি ইউনিয়নের প্রার্থীরা। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪২জন, সংরক্ষিত ইউপি পদে ৯২জন ও ইউপি সদস্য পদে ২৭৩জন মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে আ”লীগ ৭, বিএনপি ৫, জামায়াত ৯, জাপা ৬, ন্যাপ-২, ওয়াকাসপাটি ২জন ও সতন্ত্র হিসেবে ৪১জন চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন। 
৩য় দফায় ডিমলার ১০টি ইউনিয়নের ভোটগ্রহনের জন্য তফসিল ঘোষন করা হলেও ৩টি ইউনিয়নের ছিটমহল সংক্রান্ত জটিলতার কারনে ২৩ মার্চ তফসিল বাতিল করা হয়। উপজেলার ৭টি ইউনিয়নে আগামী ২৩ এপ্রিল ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। গতকাল বোরবার মনেনয়নপত্র জমা দানের শেষদিন হওয়া সকাল থেকে বিকাল পর্যন্ত প্রার্থীর মুখোরচনায় ভড়ে উঠে উপজেলা সদর। 
পশ্চিম ছাতনাই ইউনিয়নে চেয়ারম্যান পদে আনোয়ারুল হক সরকার (আ”লীগ), নাজমুল হুদা তারিফ (সতন্ত্র), জালাল উদ্দিন (জাপা), মোকছেদুল ইসলাম (সতন্ত্র), মাহাবুল আলম (সতন্ত্র),  সাধারন সদস্য পদে ৩১ ও সংরক্ষিত পদে ৯ জন। বালাপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে জহুরুল ইসলাম ভুইয়া (আ’লীগ), এনামুল হক প্রমানিক (জাপা), হামিদুল ইসলাম (বিএনপি), জাহিদুল ইসলাম চৌধুরী (সতন্ত্র), রবিউল ইসলাম (সতন্ত্র), হাফিজুল ইসলাম (জামায়াত সতন্ত্র), মহিকুল ইসলাম (ন্যাপ), সাধারন সদস্য পদে ৫১জন ও সংরক্ষিত পদে ১৬জন। ডিমলা সদর ইউনিয়নে আবুল কাশেম সরকার (আ’লীগ), রফিজুল ইসলাম (জামায়াত সতন্ত্র), রফিকুল ইসলাম (বিএনপি বিদ্রোহী) সাধারন সদস্য পদে ৩৬জন ও সংরক্ষিত পদে ১২জন। ঝুনাগাছ চাপানিতে মোজাম্মেল হক (আ”লীগ), একরামুল হক চৌধুরী (জাপা), মিজানুর রহমান (বিএনপি), আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম (জামায়াত), আমিনুর রহমান (সতন্ত্র), মাহবুবর রহমান চয়ারম্যান পদে আব্দুল করিম সরকার (আ”লীগ), আব্দুল লতিফ খান (সতন্ত্র),  গোলাম মোস্তফা (ওয়াকার্স ), রবিউল করিম (সতন্ত্র), সাধারন সদস্য পদে ৩৬জন (সতšজাপা), আমিনুজ্জামান গাজী (বিএনপি), মিনালুুজ্জামান মিন্টু (জামায়াত সতন্ত্র), আব্বাছ আলী (জামায়াত সতন্ত্র) সাধারন সদস্য পদে ৪৩জন ও সংরক্ষিত পদে ১৮জন। নাউতরা ইউপিতে সাইফুল ইসলাম লেলিন (আ”লীগ), মেশারেফ হোসেন মিন্টু (জাপা), এ্যাডভোকেট নুরল হক (বিএনপি), জাহিদুল ইসলাম (জামায়াত সতন্ত্র), হালিমুর রহমান (সতন্ত্র), আবুল হোসেন (ন্যাপ), ওয়াহেদুজ্জামান (সতন্ত্র), রহিদুল ইসলাম ( জামায়াত সতন্ত্র) সাধারন সদস্য পদে ৩৭জন ও সংরক্ষিত পদে ১৫জন। খালিশা চাপানি ইউপিতে আতাউর রহমান সরকার (আ”লীগ), সামছুল হক হুদা (বিএনপি), কামরুজ্জামান (জাপা), হাবিবুর রহমান (¿), মহেশ্বর রায় (ওয়াকার্স), আব্দুল আজিজ (জামায়াত), সাধারন সদস্য পদে ৩৯জন ও সংরক্ষিত পদে ১২জন। পূর্ব ছাতনাই ইউনিয়নে সংরক্ষিত পদে ১০জন।

পুরোনো সংবাদ

নীলফামারী 6447867289461000091

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item