ডিমলার ইউপি নির্বাচনের প্রার্থী বাছাই-নিরব স্থানীয় এমপি

জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা(নীলফামারী)প্রতিনিধিঃ আসন্ন ইউপি নির্বাচনে নীলফামারীর ডিমলা উপজেলায় ১০ টি ইউনিয়নের তৃতীয় ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইতিমধ্যে ইউপি নির্বাচনের আওয়ামী দলীয় প্রার্থী চুড়ান্ত করার জন্য কেন্দ্রে পাঠানো হয়েছে সম্ভাব্য প্রার্থীদের চুড়ান্ত তালিকা। কে পাবে নৌকার মাঝীর দায়িত্ব তা নিয়ে চলছে তোরজোর আর দৌড়ঝাপ। তবে এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার নিরব ভুমিকা পালন করছেন। উপজেলার ১০ টি ইউনিয়নের সাম্ভব্য আওয়ামীলীগের প্রার্থীদের মধ্যে ডিমলা সদর ইউনিয়নে ৬ জন মনোনয়ন প্রত্যাশি দলীয় প্রার্থী হলেও উপজেলা আওয়ামীলীগের নেতা ও সদর ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা আবুল কাশেম সরকারকে সমর্থন করেছেন বাকী ৫ প্রার্থী। নাউতারা ইউনিয়নে মনোনয়ন প্রত্যাশী ৬ জন প্রার্থী হলেও সেখানে ইউনিয়ন কমিটির সিদ্ধান্ত ও সমর্থন দেয়া হয় উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম লেলিনকে। অপর দিকে বাকী ৮ ইউনিয়নের প্রার্থীদের মাঝে সমজোতা না হলে কেন্দ্রীয় নির্বাচন চুড়ান্ত কমিটিতে একাধীক নাম পাঠানো হয়েছে। এ দিকে একটি মহল স্থানীয় এমপি কে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন কুৎসা রটানোর পায়তারা করছে। এ বিষয়ে নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের সংসদ সদস্য উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের সাথে কথা হলে তিনি জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কেন্দ্রীয় কমিটির নির্দেশ এবং সিদ্ধান্ত অনুযায়ী তৃনমুলের মতামতের ভিত্তিতে ইউনিয়ন, উপজেলা ও জেলা কমিটির সভাপতি সম্পাদক স্বাক্ষরিত তালিকা কেন্দ্রীয় প্রার্থী চুড়ান্ত কমিটিতে পাঠানো হয়েছে। এবং সেই কমিটি প্রার্থী চুড়ান্ত করবেন। এ বিষয়ে দলীয় সিদ্ধান্তই চুড়ান্ত সেখানে আমার ব্যক্তিগত কোন মতামত দেয়ার কোন সুযোগ নেই।

পুরোনো সংবাদ

নীলফামারী 2955969262091652760

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item