দেবীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

মোঃ মোজাহারুল আলম জিন্নাহ্ রানা দেবীগঞ্জ থেকে ঃ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল সাড়ে ১১টায় দেবীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসনে সদ্য নিযুক্ত জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল।
উক্ত সভায় নতুন জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ পেশাদারীত্ব প্রদর্শনে মনযোগী হতে পরামর্শ দিয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং দুর্নীতির বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলা, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, গণতন্ত্র রক্ষা, সুশাসন প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যন আলহাজ্ব হাসনাৎ জামান চৌধুরী জর্জ, ভাইসচেয়ারম্যানদ্বয় শ্রী পরিমল দে সরকার ও মোছাঃ লুৎফন নাহার লাকী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সানিউল ফেরদৌস সহ উপজেলা প্রশাসনে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম ব্যাক্তিত্ব ও সুধী সমাজের সদস্যরা।
গত ২১ তারিখে সাড়ে ৬ টার দিকে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাপাতা এলাকায় শ্রী শ্রী সন্ত গৌড়ীয় মঠের পুরোহিতকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় গোপাল চন্দ্র নামে আরেক পূজারি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। আহত গোপাল চন্দ্র রায়ের চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে পঞ্চগড় জেলা প্রশাসনে সদ্য নিযুক্ত জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল ১০ (দশ) হাজার টাকা গোপালের বাবার হাতে তুলেদেন দেবীগঞ্জ উপজেলা পরিষদে মতবিনিময় সভায় উপস্থিত হওয়ার আগ মুহুতে ।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 6334317767590786131

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item