দেবীগঞ্জে উৎসব মুখর পরিবেশে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন

মোঃ মোজাহারুল আলম জিন্নাহ্ রানা,জেলা প্রতিনিধি,পঞ্চগড়ঃ

দেবীগঞ্জের  মাধ্যমিক বিদ্যালয়গুলোতে উৎসব-মুখর পরিবেশে চলছে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন। সোমবার (২১ মার্চ) সকাল ৯টা থেকে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। ৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪জন জন শিার্থী।
উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ দেবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ঘুরে দেখা যায়, ৬ষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট প্রয়োগ করছেন। এ বিদ্যালয়ে ভোট ভোটার ৫৮৪ জন শিার্থী।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন, দশম শ্রেণির মেধাবী ছাত্রী তাসলিমা। তার সহযোগি হিসেবে আরো ৫জন নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুমিয়ারা পারভীন,উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আবুল হোসেন,উপজেলা পিআইও কর্মকর্তা রোকুনুজ্জামান রোকন পরিদর্শনে তারা আসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বিভিন্ন বুথে গিয়ে সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন পরিচালনা করতে দেখা যায়।
সপ্তম শ্রেণির শিক্ষার্থী আশরাফী ও নবম শ্রেণির শিক্ষার্থী মাসুদা সিদ্দিকা জানায়, স্কুল জীবনে ভোট দিতে পারায় তারা খুব খুশি। তারা জানায়, এর মাধ্যমে তারা ভোট প্রয়োগ সম্পর্কে সচেতন হচ্ছে এবং গণতন্ত্র চর্চার সুযোগ পাচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খালেদা বেগম লিপি জানান, শিক্ষার্থীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। তিনি জানান, নির্বাচনের সব দায়িত্ব ছাত্রীদের থেকে নির্বাচিত শিক্ষার্থীরাই নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন। তারা শুধু নির্দেশকের ভূমিকা পালন করছেন মাত্র।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 3733989975392947552

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item