ব্যাংকে ফাইনাল ম্যাচের টিকিট কেনার লাইনে মারামারি, পুলিশের লাঠিচার্জ

ডেস্কঃ

মিরপুরে আজ শনিবার এশিয়া কাপে বাংলাদেশ ও ভারতের ফাইনাল খেলার টিকিট-প্রত্যাশীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। টিকিট-প্রত্যাশীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এ ঘটনার পর টিকিট বিক্রি বন্ধ রয়েছে। মিরপুর ১০ নম্বর সেকশনের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) সামনে এ ঘটনা ঘটে। রাজধানীর মিরপুরে আজ ইউসিবি ব্যাংকের সামনে এশিয়া কাপ ফাইনালের টিকিট-প্রত্যাশীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় একজন টিকিট-প্রত্যাশীকে আটক করে পুলিশ।
নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, এশিয়া কাপে বাংলাদেশ-ভারতের মধ্যে অনুষ্ঠেয় ফাইনাল খেলার টিকিট-প্রত্যাশীরা গতকাল শুক্রবার থেকে ব্যাংকের সামনে দাঁড়ায়। আজ সকাল ১০টা থেকে ওই ব্যাংকেই টিকিট বিক্রি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু কয়েক হাজার টিকিট-প্রত্যাশীর বিপরীতে টিকিট খুব সামান্য থাকায় চারদিকে ােভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা ব্যাংকে ইট-পাটকেল ছুড়ে মারে। এতে পুলিশ বাধা দিলে উত্তেজিত টিকিট-প্রত্যাশীরা পুলিশকে ল্য করেও ঢিল ছুড়তে থাকে। এ সময় তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের কয়েকটি শেল ছোড়ে। এতে টিকিট-প্রত্যাশীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

পুরোনো সংবাদ

প্রধান খবর 775604433229791281

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item