ঢাকা-সৈয়দপুর রুটে বৃহস্পতিবার থেকে চলাচল করবে নভোএয়ার ফাইট

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর,নীলফামারী প্রতিনিধিঃ

অনেক জল্পনা কল্পনার পর অবশেষে বৃহস্পতিবার ১৭ মার্চ হতে ঢাকা-সৈয়দপুর রুটে আবারো আনুষ্ঠানিকভাবে চলাচল শুরু করতে যাচ্ছে বেসরকারী বিমান পরিবহন সংস্থা নভোএয়ার। দিনে দুটি ফাইট নিয়মিত এ রুটে চলাচল করবে। আগেরবারের মত একটি টিকিট কিনলে আরেকটি টিকিট একদম ফ্রি এ ঘোষণা দিয়ে ফাইট শুরু করার সব প্রস্ততি নিয়েছে কর্তৃপ। ইতিপুর্বে গত ১৪ ফেব্র“য়ারী বিমান চলাচলের ঘোষনা দিয়ে উদ্ধোধনী দিনের বিমান আসেনি। এ নিয়ে বিড়ম্বনায় পড়তে হয় যাত্রীদেরকে। এমনকি সে সময় বিমান কতৃপ তাদের সাথে যোগাযোগ পর্যন্ত করেনি বলে অভিযোগ উঠেছিল। গত ১৪ ফেবুয়ারী বিমান চলাচলের জন্য তারা এক সপ্তাহ ধরে জেলায় নানা কর্মসূচী গ্রহণ করেছিল। ঘোষনাও করেছে প্যাকেজ। যেমন একটি টিকিট কিনলে একটি ফ্রি দেয়া হয়েছে। অবশেষে ১৪ ফেব্র“য়ারী সেই মাহিন্দ্রন যখন এল তখন যাত্রীরা যথাসময়ে সৈয়দপুর বিমান বন্দরে আসলেও আসেনি নভোএয়ারের কোন বিমান। এর ফলে ঢাকাগামী নভোএয়ারের যাত্রীদের পোহাতে হয়েছে নানা ভোগান্তি। বিমান না পেয়ে অনেকে বিকল্প পথে ঢাকা কেউবা বাড়ীর পথে রওনা দিয়েছেন। এ রুটে বিমান চালনার প্রথম দিনেই এ বিপত্তি দেখা দেয়ায় যাত্রীদের মাঝে দেখা দিয়েছিল ােভ। জানা যায়, ৬৮ আসন বিশিষ্ট একটি ফাইট ঢাকা থেকে সকাল ৯টা ১৫ মিনিটে ছেড়ে সৈয়দপুর পৌঁছাবে ১০টা ১৫ মিনিটে এবং আরেকটি ফাইট বিকেল ৪ টায় ঢাকা থেকে ছেড়ে সৈয়দপুর পৌঁছাবে বিকেল ৫টায়। যাত্রীবাহী নভোএয়ারের এ রুটে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ২শ টাকা থেকে ৮ হাজার ৪শ টাকা পর্যন্ত। তবে যাত্রীরা একটি কিনলে আরেকটি টিকিট ফ্রি পাবেন। এ সুযোগ ফাইট শুরুর দিন ১৭ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে। এ নভোএয়ারের আনুষ্ঠানিক চলাচল উপলে সৈয়দপুর বিমানবন্দরে কেক কেটে উদ্বোধনের প্রস্ততি নেওয়া হয়েছে। এ অনুষ্ঠানে নভোএয়ারের এমডি গ্রুপ ক্যাপ্টেন (অব.) এম মফিজুর রহমান, সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক ও বিমান এজেন্সীর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। বর্তমানে সৈয়দপুর-ঢাকা রুটে বাংলাদেশ বিমানের একটি, ইউএস বাংলার ২টি ফাইট নিয়মিত চলাচল করছে। ইউনাইটেড এয়ারওয়েজের ফাইট চলাচল করলেও বর্তমানে তা সাময়িক বন্ধ রয়েছে। সুত্র মতে, ঢাকা-সৈয়দপুর রুটে প্রথমে ইউনাইটেড এয়ারওয়েজ প্রথমে সপ্তাহে তিন দিন বিমান চলাচল শুরু করে। যাত্রীদের চাপ বাড়ায় পরবর্তীতে সপ্তাহে সাত দিন চলাচল শুরু হয়। তবে আপাতত বন্ধ রয়েছে ইউনাইটেড এয়াওয়েজের চলাচল। এছাড়াও ইউএস-বাংলা ও বাংলাদেশ বিমানও এই রুটে চলাচল করছে। উলেখ্য যে, ১৩৬ একর জমির উপর গড়ে উঠা সৈয়দপুর বিমানবন্দরে প্রথম বিমান চলাচল শুরু হয় ১৯৭৯ সালের ২১ জুলাই।

পুরোনো সংবাদ

নীলফামারী 3452688084319200456

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item