ডোমারে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী>>

নীলফামারী ডোমারে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাত ১২.১মিনিটে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠের হ্দৃয়ে স্বাধীনতা স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করা হয়।  প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী কর্মকর্তা মোছাঃ সাবিহা সুলতানা, উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খায়রুল আলম বাবুল, সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদ, বিএনপির পক্ষে পৌর সভাপতি মোস্তফা ফিরোজ প্রধান, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সুমন, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরনবী, ডোমার থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ও সঙ্গীয় ফোর্স, জাতীয় পার্টি, ডোমার রিপোর্টার্স ইউনিটি, প্রেসক্লাব, সরকারী কলেজ, মহিলা কলেজ, সরকারী বালিকা বিদ্যালয়, বহুমূখী উচ্চ বিদ্যালয়, সাহিত্য ও সংস্কৃতি পরিষদ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীগণ তাদের নিজনিজ ব্যানারে শহীদ ব্যদিতে পুস্প মাল্য অর্পন করেন। শনিবার সকাল ৯টায় জাতীয় পতাকা  উত্তোলন শেষে বাংলাদেশ পুলিশ, আনসার, স্কাউট, ফায়ার সার্ভিস সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সদস্যগণ তাদের কুছকাওয়াজ পরিবেশন করেন। এরপরে প্রায় ৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ডিসপ্লে প্রদর্শন করে। বিকালে মুক্তিযোদ্ধাদের ফুটবল ম্যাচ ও সন্ধ্যায় নাট্য সমিতি মঞ্চে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বলে আয়োজক কমিটি জানান।

পুরোনো সংবাদ

নীলফামারী 7242793882266952403

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item