বিলীন হতে চলেছে শিশু কিশোরদের গ্রামীন খেলাধুলা

হাজী মারুফ,রংপুর বুরে‌্য অফিস :


অহনা ও লুবাবা দু বোন। একজনের বয়স ৬ অপর জনের ৪। বাড়ির সামনে বাচ্চাদের খেলা দেখে দৌঁড়ে বাড়িতে গিয়ে বাবাকে নিয়ে এসে বলল এরা কি করছে বাবা? বাবা বললেন এগুলো খেলা ? অহনার প্রশ্ন এ কেমন খেলা? কালের পথপরিক্রমায়  যান্ত্রিক এ যুগে শিশু কিশোরদের গ্রামিন জনপ্রিয় খেলাধুলাগুলো যেন হারিয়ে যেতে বসেছে।
দিনের পর দিন গ্রামাঞ্চল ঘুরলেও এখন আর সচরাচর চোখে পড়েনা শিশু কিশোরদের আগের দিনের সেই গ্রাম্য খেলাধুলা হা ডু-ডু,গোল্লাছুট,বউছি, কিতকিত কানামাছি ভোঁ-ভোঁ,লুকোচুরি,চোরডাকাত,পুতুল বিয়ে সহ নানা ধরনের খেলাধুলা। আগেরকার দিনের শিশু কিশোররা যে বয়সে এ সব খেলাধুলা নিয়ে মেতে থাকত এখন সে বয়সে তারা যান্ত্রিক খেলাধুলায় মেতে থাকে। সে কালের পাড়া মহল্লার শিশু কিশোররা দলবেধেঁ গ্রাম্য খেলায় মেতে হারিয়ে যেত তাদের আপন ভুবনে। অথচ বর্তমানে সেই বয়সের শিশু কিশোররা গ্রাম্য খেলাধুলা বাদ দিয়ে কম্পিউটার,ভিডিও গেমস,ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে। দেশের বেশিরভাগ মানুষ গ্রামাঞ্চলে বাস করলেও কালের বিবর্তনে যুগের গতানুগতিক হাওয়ায় আজ গ্রামের ঐতিহ্যবাহি খেলা-ধুলা হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে এক সময়ের জনপ্রিয় খেলা মার্বেল,হা ডু-ডু ঘুড়ি উড়ানো। বর্তমান সময়ে মার্বেল হা ডু-ডু ও ঘুড়ি উড়ানোর মত খেলার সঙ্গে তাদের আর কোন পরিচয় নেই। অথচ এখন তারা খেলার মধ্যে ফুটবল বিশেষ করে ক্রিকেট খেলা নিয়েই ব্যস্ত থাকে।
সরজমিনে বদরগঞ্জের ১০টি ইউনিয়ন ঘুরে মধুপুর ইউপির নাওপাড়া নামক গ্রামে দেখা যায় অনেকগুলো শিশু কিশোর একত্রিত হয়েছে তাদের সাথে কথা হলে তারা জানায়;মাঠে খেলতে যাচ্ছি। এদের মধ্যে একজনের নাম সুজন। ৫ম শ্রেনিতে পড়ে সে। তাকে প্রশ্ন করলে কি খেলা খেলতে যাচ্ছ? উত্তরে জানাল ক্রিকেট। গোল্লাছুট খেলতে পারো না? উত্তরে সে জানায়;সেটা আবার কোন খেলা! দলবেঁধে আসা সকল শিশু কিশোরদের গ্রামিন খেলাধুলার সম্পর্কে জানতে চাইলেও কম বেশি সকলেই ঐতিহ্যবাহি গ্রামিন খেলাধুলার সাথে তারা কেউই পরিচিত নয়।
বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিমলেন্দু সরকার জানান;দেশিয় সংস্কৃতি ও গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে হলে সবাইকে বিশেষ করে অভিবাবকদের নিজ নিজ সন্তান কে হারিয়ে যাওয়া খেলাধুলায় উদ্বুদ্ধ করতে হবে। না হলে এক সময় বিলিন হয়ে যাবে গ্রামবাংলার এসব খেলাধুলা।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 4248031541250667410

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item