ডোমারে এসএসসি পরীক্ষার্থীরা সমাজ সেবা কর্মকর্তার আতংকে

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে এসএসসি পরীক্ষার্থীরা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল হান্নানের আতংকে, পরীক্ষার মান ব্যহত হওয়ার অভিযোগ করেছেন অভিবাবকরা।তবে হলরুমের শৃঙ্খলা বজায় রাখতে যথাযথ ব্যবস্থা রাখছেন বলে জানান, কর্মকর্তা আব্দুল হান্নান।সরেজমিনে দেখাগেছে, আজ ২৩ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে ডোমার সরকারী বালিকা  বিদ্যালয়ে এসএসসির অংক পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়, ১০টা.০৫ মিনিটে দ্বিতীয় তলার ৫নং কক্ষের ছাত্রী রুমা বেগম, রোল-৫৯১৭৬১, ইতি মনি রোল ৫৯১৭৬০ এরকাছ থেকে পরীক্ষার খাত নিয়ে রেখে দেয়ায় তারা দুজন কান্নাকাটি করতে থাকে। অপর দিকে নিজ তলার জেসমিন  রোল- ৩০৯১২০, মিনাল রোল ১৮২৪৭০ সহ বেশ কয়েকজন ছাত্র/ছাত্রীর খাতা কেড়ে নেয়ায় বিদ্যালয়ের শিক্ষক সহ অভিবাবকগণ ক্ষিপ্ত হয়। ডোমার বালিকা বিদ্যালয়ে কর্মরত শিক্ষক আবুল কালাম জানান,  দায়ীত্বপ্রাপ্ত সমাজ সেবা অফিসার  আব্দুল হান্নান পরীক্ষার শুরু থেকেই প্রতিটি রুমে দৌড়ে বেড়াচ্ছে এবং ছাত্র/ছাত্রীদের ভয়ভীতি প্রদর্শন করে আসছে। এতে করে সকল পরীক্ষার্থীরা আতংকে রয়েছে এবং পরীক্ষার মান ব্যহত হচ্ছে। অভিভাবক সফিকুল ইসলাম জানান, প্রথম পরীক্ষার দিনে আমার সন্তানের খাতা কেড়ে নিয়ে ১০ মিনিট রেখে দেয়ায় ভয়ে সেদিনের পরীক্ষা খারাপ হয়, বাড়ীতে এসে কান্নাকাটি করে এরপর থেকে ওই অফিসারকে দেখলে ভয় পায়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহানা বিলকিছ বলেন, তিনি পরীক্ষার শুরু থেকেই এধরনের  আচরন করেই আসছে। এবিষয়ে আব্দুল হান্নান বলেন, পরীক্ষার হলরুমে কথা বললে আমি এধরনের ব্যবস্থা নিবো, নইলে পরীক্ষার হলরুম ও বাড়ীর মধ্যে পার্থক্য কি থাকলো। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি বিষয়টি দেখবে বলে জানান।   

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 2124284833294464154

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item