সৈয়দপুরে এসএসসি পরীক্ষাকেন্দ্রের কক্ষ পরিদর্শককে অব্যাহতি

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ১১ ফেব্রুয়ারী॥ 
নীলফামারীর সৈয়দপুরে এসএসসি পরীক্ষায় মোবাইল ফোন নিয়ে দায়িত্ব পালনের অভিযোগে কক্ষ পরিদর্শক হিসেবে দায়িত্বরত এক শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। চলতি এসএসসি পরীক্ষার পঞ্চম দিন আজ  বৃহ¯পতিবার অনুষ্ঠিত পরীক্ষায় সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ওই শিক্ষককে সকল পরীক্ষা থেকে অব্যাহতি প্রদান করা হয়। অব্যাহতি পাওয়া ওই শিক্ষকের নাম লস্কর নাজমুল আলম। তিনি সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।জানা গেছে, চলতি এসএসসি পরীক্ষায় কেন্দ্র সচিব ছাড়া কক্ষ পরিদর্শকদের মোবাইল ফোন ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপ করে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের ওই বিধিনিষেধ অমান্য করে আজ বৃহ¯পতিবার  অনুষ্ঠিত ইসলাম ধর্ম শিক্ষা বিষয়ের পরীক্ষায় সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের ১১৯ নম্বর কক্ষে দায়িত্বরত শিক্ষক লস্কর নাজমুল আলম সঙ্গে
মোবাইল ফোন রাখেন। এ সময় ওই পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে আসেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী। তিনি কেন্দ্রের ১১৯ নম্বর কেন্দ্রে প্রবেশ করলে শিক্ষক লস্কর নাজমুল আলমের সঙ্গে থাকা মোবাইল ফোনে ম্যাসেজ রিংটোন বেজে উঠে।ঘটনাটি কেন্দ্র পরিদর্শনে আসা ইউএনও'র নজরে আসলে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের নিদের্শনা অমান্য করার দায়ে ওই শিক্ষককে এসএসসি পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেন। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 7414737747356097897

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item