কোনভাবেই থামছেনা সৈয়দপুর রেলওয়ে কারখানার লোহা চুরি

মো. জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

কোনভাবেই থামছেনা দেশের বৃহত্তম রেলওয়ে কারখানার বিভিন্ন সরঞ্জামসহ লোহা চুরি। সৈয়দপুর রেলওয়ে কারখানাকে ঘিরে এ শহরে গড়ে উঠেছে অসংখ্য ভাংড়ি লোহা বিক্রির দোকান। এসব দোকানে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলে চোরাই লোহা ক্রয়-বিক্রয়। মাঝে মাঝে উৎসব আমেজ বিরাজ করে এসব দোকান ঘিরে। রেলওয়ে প্রশাসন চুরি বন্ধের জন্র বিভিন্ন সময় বিভিন্ন ধরণের উদ্যোগ গ্রহণ করলেও তা থামাতে পারছেন না। সম্প্রতি চুরি ঠেকাতে কারখানার চৌহদ্দি জুড়ে লাগানো হয়েছে সিসি ক্যামেরা। এতে দিনের বেলা ক্যামেরার তদারকী থাকায় চুরির মাত্রা কিছুটা কমলেও রাতে চলছে মহাসমারোহ। এসব চুরির সাথে জড়িত রয়েছে নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা। যে কারণে চুরি অব্যাহত রয়েছে। চোরাই লোহার কারবার করে অনেকেই আঙ্গুল ফুলে কলাগাছে পরিণত হয়েছেন। বর্তমানে যারা লোহাসহ বিভিন্ন যন্ত্রপাতি পাচারের সাথে জড়িত তারা হচ্ছে বাউনা, মকবুল, ফেকু, সাধু, কালামসহ আরও অনেকেই। এরা নিরাপত্তা বাহিনীর অসাধু কিছু কর্মকর্তার যোগসাজসে এ ব্যবসা দিব্যি চালিয়ে যাচ্ছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 4072736704390883195

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item