পঞ্চগড়ের গৌড়ীয় মঠ প্রধানকে হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও স্বারকলিপি পেশ

ইমরোজ হোসেন ইমু :
পঞ্চগড়ের দেবীগঞ্জে শ্রী সন্ত গৌড়ীয় মঠ প্রধান যজ্ঞেশ্বর রায় ভিক্ষু মহারাজকে হত্যার প্রতিবাদে রংপুরে শ্রী চৈতন্য গৌড়ীয় সংঘের আয়োজনে মানববন্ধন ও রংপুর ভিাগীয় কমিশনার এবং পুলিশের ডিআইজি বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়। রবিবার সকালে রংপুর মহানগরীর কাচারী বাজার জিরো পয়েন্টে উত্তরবঙ্গের চৈতন্য সংঘের মানববন্ধনে বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের রংপুর অঞ্চলের ট্রাষ্টি এ্যাডভোকেট রথিশ চন্দ্র ভৌমিক বাবুসোনা, জাতীয় হিন্দু মহাজোট গাইবান্ধা জেলা সভাপতি শ্যামল কুমার দাস, ইসকন রংপুরের সাংগঠনিক সম্পাদক চক্রবানী দাস ভট্রাচার্য, রংপুর গৌড়ী মঠের সভাপতি বীরেন গোবিন্দ কৃষ ভর্মচারী, রংপুর মহানগর আওয়ামীলীগের সেক্রেটারী বাবু তুষার কান্তি মন্ডল,উত্তরবঙ্গ চৈতন্য গৌড়ী মঠ সংঘের রংপুর বিভাগীয় সেক্রেটারী শ্রী ললিত গোপাল কৃষ দাসাধীকারী (লিটু মুখার্জী), রংপুর মহানগর হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি শ্রী বনমালী পাল, পাগলাপীর রাধা গোবিন্দ জীউ মন্দির কমিটির সেক্রেটারী চক্রপানি দাস ব্রক্ষচারী, গাইবান্ধার পলাশবাড়ীর রাধা গিরিধারী মঠ ও অনাথ অশ্রমের অধ্যক্ষ  মদ্ভক্তি অচার্য্য বিজয় স্বামী মহারাজ, মাহিগঞ্জ প্রেসকাবের সভাপতি শ্রী বাবলু নাগ প্রমুখ। এ সময় বক্তারা পঞ্চগড়ের দেবীগঞ্জে শ্রী সন্ত গৌড়ীয় মঠ প্রধান যজ্ঞেশ্বর রায় ভিক্ষু মহারাজকে হত্যার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গ্রেফতারকৃতরাসহ অনান্য জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবি জানান। প্রতিটি মঠ মন্দিরে একজন করে পুলিশ নিয়োগ দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। সেই সঙ্গে যতদিন মঠ প্রধান যজ্ঞেশ্বর রায় ভিক্ষু মহারাজকে হত্যাকারী মুল আসামীকে গ্রেফতার করা হবে না ততদিন সেবকরা অনশন করে যাবেন বলে হুশিয়ারী দেন।

পুরোনো সংবাদ

রংপুর 1839504283412318358

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item