বেতগাড়ীতে জমির জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ভাই ভাবী সহ ৫ জন গুরুতর জখম

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৌলভী পাড়া গ্রামে জমির জের ধরে প্রতিপক্ষ এয়াকুব আলী গং এর সন্ত্রাসী হামলায় অসহায় অহেদ, মমতাজ দুই ভাইয়ের পরিবারের ৫ ব্যক্তি গুরুতর জখম হয়েছে। আহতরা হলেন মমতাজ আলী,  স্ত্রী  আয়েশা, পুত্র রবিউল, বিপ্লব ও পুত্রবধু শ্যামলী। এদের মধ্যে রবিউল বিপ্লব ও পুত্রবধু শ্যামলীর মাথায় ছোরার আঘাতে ক্ষত বিক্ষত হওয়ায় বর্তমানে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত শুক্রবার ৫ ফেব্রুয়ারী সকালে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটেছে। এ ঘটনা কেন্দ্র করে দুটি পরিবারের মধ্যে গত ৪দিন ধরে চরম উত্তেজনা বিরাজ করছে বলে অভিযোগ পাওয়াগেছে।জানাগেছে বেতগাড়ী ইউনিয়নের ৪নং মৌলভী পাড়া গ্রামে দাগ নং ১০৫৫, খতিয়ান নং ৭৪১, জমির পরিমাণ ১০ শতক। উক্ত জমি পৈত্রিক সূত্রে পেরু শেখের পুত্র অহেদ, মমতাজ দুই ভাই এবং মেসের শেখ গং মালিক হলেও জমিটি পেত্রিক সূতে  অহেদ মমতাজ বাস্তভিটা হিসেবে ভোগ করে আসছে। ভোগ করে আসার এক পর্যায় একই গ্রামে প্রতিপক্ষ এয়াকুব আলী গং নিজেকে ওই জমির মালিকানা দাবী করে আসায় এ নিয়ে অহেদ মমতাজের সঙ্গে ইয়াকুব গ্ ংএর পরিবারে দীর্ঘদিন ধরে ঝগড়া বিবাদ চলে আসছে। ঘটনার এক পর্যায় গত শুক্রবার ৫ই ফেব্রুয়ারী সকালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী এয়াকুব আলীর পুত্র আতিয়ার, মৃত একাব্বরের পুত্র আব্দুর রশিদ, হালিম, তানশা, হালিমের পুত্র রুবেল, এয়াকুবের স্ত্রী আতিশা বেগম , আতিয়ারের স্ত্রী ফুলচেনা, হালিমের স্ত্রী আবিয়া, রশিদের স্ত্রী জেন্নাদ বেগম, চানশা মিয়ার স্ত্রী রুপালী সহ ওই পরিবারের ১০/১২জন হাতে লাঠি সোঠা ছোরা বল্লাম নিয়ে অহেদের বাড়িতে এসে তার অনুপস্থিতে বড় ভাই মমতাজ পরিবারের উপর সন্ত্রাসী হামলা চালান। এতে সন্ত্রাসী হামলায় মমতাজ স্ত্রী আয়েশা পুত্র রবিউল বিপ্লব ও পুত্রবধু শ্যামলী গুরুতর জখম হয়ে জ্ঞান হারিয়ে ফেলে।পরে গ্রামবাসী মূমূর্ষ অবস্থায় উদ্ধার করলে স্থানীয় চিকিৎসায় মমতাজ তার স্ত্রী আয়েশা সুস্থ্য হলেও পুত্র রবিউল বিপ্লব ও পুত্রবধু শ্যামলীকে সুচিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তারা গত ৪দিন ধরে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ অহেদ ও মমতাজ দুই ভাই প্রতিপক্ষ এয়াকুব গং এর পরিবারের    ১০ জনকে আসামী করে একটি মামলার  প্রস্তুতি চলছে।

পুরোনো সংবাদ

রংপুর 2613661441076231063

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item