পীরগঞ্জে ১ ব্যক্তির ১৬৭টি আম গাছ কেটে সাবাড় করেছে প্রতিপক্ষ

হাজী মারুফ রংপুর ব্যুরো অফিস :

রংপুরের পীরগঞ্জে পৈত্রিক সুত্রে আজিজার রহমান নামের এক ব্যক্তি ভোগ দখল জমিতে আম গাছ লাগালে ওই জমির মালিকানা দাবী করে প্রতিপক্ষ আব্দুল জলিল ১৬৭ টি আম গাছ কর্তন করেছেন মর্মে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার উপজেলা সদর ইউনিয়নের খামার তাহিরপুর গ্রামে। এলাকাবাসী ও অভিযোগে জানা গেছে খামার তাহিরপুর  গ্রামের মৃত্যু আব্দুল জব্বারের পুত্র আব্দুল জলিল একই গ্রামের ইউসুফ উদ্দিনের পুত্র আজিজার রহমান ও চাঁনমাই ফুল মিয়া দীর্ঘদিন যাবত ৩০ শতক জমি ভোগ দখল করে আসছেন। ওই জমির আব্দুল জলিল মালিকানা দাবী করে ইউসুব উদ্দিনের ছোট ভাই হেসাব্ উদ্দিনের নিকট থেকে ২০/০৯/১৯৭৮ সালে ৯১৯৭ দলিল মুলে ৪২০ দাগে ১৫ শতক জমি ক্রয় করে মর্মে দাবী করেন। অথচ হেসাব উদ্দিন ১৯৭৭ সালে মৃত্যু বরণ করেন। আজিজার রহমানের পরিবারের লোকজন বিজ্ঞ আদালতে স্বরাপন্ন হলে রংপুর জেলা অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট ড. এ.টি.এম. মাবুব-উল করিম ১১/০২/২০১৬ইং তারিখে আজিজার রহমানের পক্ষে রায় প্রদান করেন। আদালতের রায়কে উপেক্ষা করে আব্দুল জলিলের নেতৃত্বে এক দল ভাড়াটি বাহিনী গতকাল বৃহস্পতিবার জমিতে প্রবেশ করে ১৬৭টি আম গাছ কাটলে চাঁনমাই, মোনছেফা, মফিজুল, শ্যামলী, আবুল বাধা দিলে আব্দুল জলিলের লোকজন তাদেরকে ব্যাপক মারপিট করেন এ পর্যায়ে চাঁনমাইয়ের অবস্থা অবনতি ঘটলে তাকে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পীরগঞ্জ থানার এস আই ওসমান গনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই নিয়ে এলাকায় দু গ্র“পের মাঝে উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুত্বে রক্তক্ষই সংর্ঘের আশংকা করছেন এলাকাবাসী।

পুরোনো সংবাদ

রংপুর 4876341416221407346

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item