অষ্টম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে রংপুরে কলেজ শিক্ষক সমিতির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

হাজী মারুফ ।

অষ্টম পে-স্কেল বেতন ভাতা প্রদান,অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাষ্টের ফান্ডে অর্থ বরাদ্দের দাবীতে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি রংপুর জেলা কমিটির নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ মিঞার সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যক্ষ শরিফুজ্জামান বুলু, আব্দুর রউফ সরকার,শাহ মো:রেজাউল ইসলাম,রোকনুজ্জামান,অধ্যাপক আব্দুল বাতেন,ময়েন উদ্দিন শাহ,এম এ মাবুদ ও আবুল বাসার।
মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, সরকারী ঘোষণা অনুযায়ী দেশের বে সরকারী শিক্ষকরা জাতীয় পে স্কেলে অন্তরভুক্ত হয়েছেন। শিক্ষা মন্ত্রনালয় থেকে প্রজ্ঞাপন জারি করে গত বছরের জুলাই থেকে ৮ম পে-স্কেলে  শিক্ষকরা বেতন ভাতা পাবেন। অথচ সরকারী কর্মকর্তা/কর্মচারীরা জানুয়ারী থেকে বেতন ভাতা পেয়ে আসছেন। আর শিক্ষকদের  বেতন ভাতা দেয়ার কোন উদ্যাগ নেয়া হয়নি।  শিক্ষামন্ত্রী আমাদের বার বার আশ্বাস দিয়েছেন কিন্তু আমরা বকেয়াসহ ৮ম পে-স্কেলে বেতন ভাতা পাইনি। তাই অবিলম্বে চলতি ফেব্রুয়ারী মাসের মুল বেতনের সাথে বকেয়া বেতন ভাতা প্রদানের দাবী জানাচ্ছি। অন্যথায় ,চলতি এসএসসি পরীক্ষার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী দেন শিক্ষক নেতারা। মানববন্ধন ও সমাবেশে রংপুরের বিভিন্ন কলেজের শিক্ষক/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 6486966738771668722

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item