রংপুরে লোকনাথ ব্রক্ষচারীর পাদুকা উৎসব

হাজী মারুফ রংপুর ব্যুরো

ব্রক্ষজ্ঞ মহাপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারীর পাদুকা উৎসব-১৪২২বঙ্গাব্দ উপলক্ষে বৃহস্পতিবার  ঁরী শ্রী শ্রী করুনাময়ী কালীবাড়ী মন্দিরে দিনব্যাপী পাদুকা উৎসবের আয়োজন করা হয়। উৎসবে সকাল সাড়ে ৬টায় স্ততি পাঠ, ৮টা বাবার পাদুকা পূজা ও বিশেষ পূজা, সকাল ৯টায় বাল্যভোগ, সাড়ে ৯টায় বাবার চরণে অঞ্জলি প্রদান, ১০টায় বাল্য ভোগ বিতরন, দুপুর ২টায় রাজ ভোগ ও প্রসাদ বিতরন, সন্ধ্যা ৬টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, সাড়ে ৬টায় সন্ধ্যা আরতি ও সাড়ে ৮টায় শীতল ভোগ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত  ঁরী শ্রী শ্রী করুনাময়ী কালীবাড়ী মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী অজয় প্রসাদ বাবন, অলক চক্রবর্তী, সুব্রত স্যান্টাল নেরু, সুভরঞ্জন দেব বাবলু ও গৌতম সরকার।

পুরোনো সংবাদ

রংপুর 3781500961484191615

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item