পাগলাপীরে ব্যাপকভাবে ভুট্টা চাষ

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
রংপুরের পাগলাপীরে ক্ষুদ্র বর্গা সহ প্রান্তিক কৃষকরা ফসলীজমিতে ব্যাপকভাবে চাষাবাদ করছেন ভুট্টা। জানাগেছে কৃষি নির্ভরশীল এলাকা পাগলাপীর অঞ্চলটি। চলতি মৌসুমে এ অঞ্চলের কৃষকরা ফসলী জমিতে ব্যাপকভাবে ভুট্টার চাষাবাদ করেছে। ভুট্টা অর্থকারী ফসল হওয়ায় অঞ্চলের কৃষকরা আমন বোরো মৌসুমের মত জমিতে তারা মহা ধুমধামে চাষাবাদ করেছেন ভুট্টার। এদিকে পাগলাপীর সহ অঞ্চলের কৃষকরা জানান, এক দোনের (২৫ শতাংশ) জমিতে ভুট্টার চাষাবাদ করতে খরচ পরে ৫/৬ হাজার টাকা। ফসল ভাল ফলন হলে ১৫/১৬ মণ ফলে। তবে আবহাওয়া ভাল থাকলে ১৮/২০ মণ পর্যন্ত ভুট্টা পাওয়া যায়। হাটবাজারে এক মণ ভুট্টা ন্যুনতম ৪/৫ শত টাকা, বাজার চড়া হলে হাজার ১২ শ টাকা পর্যন্ত দরে বিক্রি হয়। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারী পর্যন্ত রোপনের সময় এবং এ ফসলকে তিন মাসি ফসল বলাহয়।

পুরোনো সংবাদ

রংপুর 5859427855368054619

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item