বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ‘নগর সাংবাদিকতা’ শীর্ষক আঞ্চলিক সেমিনার অনুষ্ঠিত

নগর সংবাদদাতা :

বেগম রোকেয় বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সংবাদিকতা বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার দিনব্যাপী ‘নগর সাংবাদিকতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারের উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি বলেন ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরা সম্ভব।’ তিনি তাঁর আলোচনায় সংবাদপত্র ও সাংবাদিকতার বিভিন্ন দিক তুলে ধরেন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ মোরশেদ হোসেন এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. সাইদুল হক, অস্টেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. লরি স্টিলমান। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মোঃ তাবিউর রহমান প্রধান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম।
দিনব্যাপী অনুষ্ঠিত এই সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ‘নগর সাংবাদিকতা’ এর উপরে আলোচনা করবেন। সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহন করেন।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 1677247182393023326

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item