পীরগঞ্জ থানায় তিন মাসে বিশেষ অভিযান ব্যাপক গ্রেফতার ও মাদক দ্রব্য উদ্ধার

হাজী মারুফ :

তিন মাসে রংপুরের পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিমের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, নাশকতায় জড়িত জামায়াত-শিবির ক্যাডার, আন্তজেলা চোর-ডাকাত ও ওয়ারেন্টভূক্ত এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার ও জিহাদি বই, দেশিয় অস্ত্র এবং ফেনসিডিল-ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্য উদ্ধার হয়েছে।  
২০১৫ সালের অক্টোবর মাসে একশ তিন বোতল ফেনসিডিল, ৪৩ পিচ ইয়াবা, তিনশ’ ৩০ গ্রাম গাঁজা, ২০ লিটার চোলাই মদ, তাড়ি ৮ লিটার, মামলার রুজু হয় ৮টি, গ্রেফতার ১০জন। নভেম্বর  একশ’ ৮২টি ফেনসিডিল, ৮৩ টি ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১৫জন। সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার দুই জন। ডিসেম্বর ২০১৫ সালে ৩৪ বোতল ফেনসিডিল, ৩৫ পিচ ইয়াবা, একশ’ ১০ পুড়িয়া, তিন’শ গ্রাম হেরোইন, গাঁজার গাছ ওজন ৪ কেজি, চোলাই মদ ২০ লিটার, মামলার রুজু ১৩টি, গ্রেফতার ১৭ জন, মোবাইল কোর্টের মামলা সংখ্যা ১৩ টি, গ্রেফতার ২৭ জন, অর্থ দন্ড আদায় ২৫ হাজার আটশ’ টাকা। কারাদন্ড তিন মাস তিন জন, সাত দিন তিন জন, সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার এক জন। ১৬ সালের জানুয়ারী মাসে ফেনসিডিল ৫০ বোতল, ইয়াবা ৩১ পিচ, ৪৭৫টি নেশার ইনজেকশন, মামলা রুজু ৫টি, গ্রেফতার ৬ জন, মোবাইল কোটের মামলা সংখ্যা ২১টি, গ্রেফতার ৮৫জন, অর্থ দন্ড আদায় ৮২ হাজার সাত’শ টাকা। কারাদন্ড ছয় মাস এক জন, দুই মাস দুই জন, এক মাস সাত জন, সাত দিন তিন জন, সাজা প্রাপ্ত আসামী ধৃত ১২জন, তার মধ্যে যাবদজীবন আসামী এক জন আটক করে ।
ওসি রেজাউল করিমের নেতৃত্বে পীরগঞ্জ থানার পুলিশটিম বিশেষ অভিযান অব্যাহত রেখেছে।

পুরোনো সংবাদ

রংপুর 588987308324407350

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item