বাংলাদেশ সকল ধর্মের দেশ কথাও ধর্ম কর্মে বাধা নেই ...........ইন্ডিয়া সহকারী হাই কমিশনার শ্রী অভিজিৎ চট্রোপ্যাধায়

হাজী মারুফ রংপুর ব্যুরো অফিস :



মানুষের কল্যাণে যারা সব সময় নিজেদের নিয়োজিত করে সেবা করেন তারা প্রকৃত সেবক সকল ধর্মে বলা হয়েছে সৃষ্টি কর্তাকে পেতে হলে আগে মানব সেবা নিজেদেরকে নিয়োজিত করতে হবে। আমরা নিজেদের অবস্থান থেকে নিষ্টার সাথে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারলে কথাও কোন অন্যায় অত্যাচার থাকবেনা সমাজ থেকে এ সব দূর হয়ে যাবে। বাংলাদেশে ধর্ম পালনে কথাও বাধা নেই। এ দেশ সকল ধর্মের দেশ ধর্ম চর্চার মাধ্যমে আপনাদের সন্তানদের শ্রী শ্রী নিগামানন্দ সারস্বত জীবনের উপর জ্ঞান চর্চা ও তাকে চেনা তিনি কি ভাবে মানুষের পাশে থেকে মানব সেবা করে গেছেন তাকে অনুসরন করে আমাদের চলতে হবে সে জন্য সব ধরনের বই পড়ে নিজেদের ধর্ম সম্পর্কে জানতে হবে। তাই আসুন আমরা সকলে মিলে প্রতিদিন একটি করে ভাল কাজের মাধ্যমে নিজেদের ধর্মকে বিশ্বে কাছে তুলে ধরি গতকাল শুক্রবার দুপুরে রংপুরে কাউনিয়া উপজেলা মীরবাগ নলঝুড়ি শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত আশ্রমে অনুষ্ঠিত ৭ম রংপুর বিভাগীয় ভক্ত সম্মিলনী, সংবর্ধনা ও ধর্ম আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশস্থ রাজশাহী এ্যাসিস্ট্যান্ট হাইকমিশন অব ইন্ডিয়া সহকারী হাই কমিশনার শ্রী অভিজিৎ চট্রোপ্যাধায় এ কথা বলেন। রংপুর বিভাগীয় ভক্ত সম্মিলনী উদযাপন কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী বিদ্যুৎ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাস্ট্রের ট্রস্ট্রি এ্যাডভোকেট রথিশ চন্দ্র ভৌমিক বাবু সোনা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয় সিন্দু তালুকদার, কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফরহাদ হোসেন, ইটাকুমারী শিবচন্দ্র রায় মাহবিদ্যায়ের অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী, শ্রী মৎ স্বামী অখন্ডনন্দ সরস্ততী, দিনাজপুর রামকৃষ মিশন শ্রী মৎ স্বামী অমেয়াতœানন্দ মহারাজ, কুর্শা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন। এ সময় বাংলাদেশস্থ রাজশাহী এ্যাসিস্ট্যান্ট হাইকমিশন অব ইন্ডিয়া সহকারী হাই কমিশনার শ্রী অভিজিৎ চট্রোপ্যাধায় ও তার পতœী শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত আশ্রমে ভক্তদের সাথে কুশল বিনিময় করে এবং মন্দির প্রাঙ্গন পরিদর্শন করেন।

পুরোনো সংবাদ

প্রধান খবর 7159859034713230310

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item