ডালিয়া সড়কে অটো সিএনজির অবরোধ ভন্ডুল

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
অটো সিএনজির মালিক চালক ও শ্রমিকের উপর জুলুম নির্যাতন বন্ধের দাবীতে গতকাল মঙ্গলবার দুপুরে রংপুরের পাগলাপীরে ডালিয়া সড়কে অবরোধ কর্মসুচী পুলিশের হস্তক্ষেপে ভন্ডুল হয়েছে। কোতয়ালী থানা এএসআই মিজান ও হাইওয়ে তারাগঞ্জ থানার এএসআই শাহিন দুই থানার পুলিশের হস্তক্ষেপে সড়ক অবরোধ কর্মসুচী ভন্ডুলের ফলে প্রায় দুইশতাধিক আটকে পড়া বাস কোর্স ট্রাক কার মাইক্রোসহ নানা হালকা পাতলা যানবাহন গুলি পুনরায় নিবিঘেœ রংপুর বগুড়া ঢাকা এবং নীলফামারী জলঢাকা ডোমার ডিমলা ডালিয়া বুড়িমারী গন্তব্য স্থানে চলাচলে যাত্রীরা ফিরে পেয়েছে স্বস্তি। জানাগেছে ডালিয়াসড়কে চলাচলরত রংপুর নীলফামারী  অটো সিএনজি মালিক চালক শ্রমিকদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। দুই এলাকার পরিবহন মালিক চালকদের দ্বন্দ্বের জের ধরে  সাম্প্রতি রংপুরের পাগলাপীর এলাকার অটো সিএনজি মালিক চালকদের নীলফামারী এলাকার মাগুড়া বড় ভিটা জলঢাকার পরিবহন মালিক চালকরা অন্যায় ভাবে তাদের গাড়ি আটক মারপিট সহ নানা জুলুম অত্যাচার করে। এই সব ঘটনার প্রতিবাদে গতকাল দুপুরে পাগলাপীরের পরিবহন মালিক চালকরা পাগলাপীর বন্দরের দাদুলের গোডাউনের সামনে ডালিয়া সড়কে সড়ক অবরোধ কর্মসূচী পালন করলে কোতয়ালী ও হাইওয়ে পুলিশি বাধার মুখে অবরোধ ভন্ডুল হয়ে যায়। কোতয়ালীর এএসআই  মিজান ও হাইওয়ের এএসআই শাহিন আন্দোলনকারীদের উদ্দ্যোশে বলেন একে অপরের মধ্যে ঝগড়া বিবাদ হতে পারে, এজন্য মীমাংসার নানা পথ আছে।  তার মানে এই নয় হাজার হাজার মানুষের পথ বন্ধ করে ভোগান্তির সৃষ্টি করে দাবী আদায়ের নামে অবরোধ কর্মসুচী পালন করতে পারে না। নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলন কারী অটো সিএনজির মালিক চালকরা জানান,  আমরা দাবী আদায়ের নামে যে আন্দোলন কর্মসুচী পালন করেছি সেটি আনুষ্ঠানিক ভাবে সফল না হলেও আমরা সড়ক অবরোধ করে আন্দোলন পালনের চেষ্টা করেছি অন্তত হলেও নীলফামারী এলাকার অটো সিএনজি মালিক চালকরা জেনেছে এটাই আমাদের যথেষ্ট। 

পুরোনো সংবাদ

রংপুর 8361766338247419996

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item