বদরগঞ্জে সরকারি বিলে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ আহত-৫

হাজী মারুফ রংপুর ব্যুরো অফিস :

রংপুরের বদরগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে সৃষ্ট সংষর্ঘে কমপক্ষে ৫জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়। গতকাল সোমবার (৮ফেব্রুয়ারি)দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের শ্যামপুর নান্দিনার বিলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসি সুত্রে জানা যায়; দীর্ঘদিন ধরে এই এলাকার নন্দনপুর গ্রামের ফয়জার রহমান বাবুর ছেলে আশরাফুল ও তার সাঙ্গপাঙ্গরা নান্দিনা সরকারি বিল দখল করে অবৈধভাবে মাছ চাষ করে আসছে। গতকাল দুপুরে এলাকার সাধারণ লোকজন ওই বিলে মাছ ধরতে গেলে আশরাফুল ও তার লোকজন মাছ ধরতে বাধা দেয়। এ সময় উভয়পক্ষের তর্কবিতর্কের এক পর্যায় সৃষ্ট সংঘর্ষে ৫জন আহত হয়,আহতরা হলেন, নুরুজ্জামান (৩৫), আবু সায়েম (১৭),নান্নু মিয়া (২৫), দুলু মিয়া (২৮) মকবুল হোসেন (৬৫)। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য কমপেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মালিহা কুদ্দুস জানান;আহতদেরকে পর্যবেক্ষনে রাখা হয়েছে।তাদের চিকিৎসা চলছে।
বদরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন;এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি।অভিযোগ পেলে তদন্তপুর্বক দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুরোনো সংবাদ

রংপুর 6416862648352599566

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item