পীরগঞ্জে উপজেলা সমন্বয়কারীর বিরুদ্ধে যত অভিযোগ

মামুনুর রশিদ মেরাজুল, পীরগঞ্জ, রংপুর প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জ উপজেলায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মনোয়ার হোসেনের বিরুদ্ধে রামনাথপুর ইউনিয়নের খেজমতপুর সমিতির সদস্যদের সঞ্চয়ের টাকা ফেরত না দেওয়া, ঋণ বিতরণ কালে এক হাজার পাঁচশত টাকা উৎকোচ গ্রহন করা পূর্ব সমিতির সঞ্চয়ের সাত হাজার টাকা করে কেটে নেয়ার অভিযোগে ওই কর্মকর্তার বিরুদ্ধে সমিতির সদস্যবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেছে। সূত্র মতে জানা গেছে, বর্তমান সরকারের বিশেষ জনকল্যাণমুখী প্রকল্প একটি বাড়ি একটি খামার রামনাথপুর ইউনিয়নের খেজমতপুর গ্রামের গত ২০১২ ইং সালে ২০ অক্টোবর সমিতি গঠিত হয়। তৎকালীন কর্মকর্তা মনোয়ার হোসেন নিজ ক্ষমতা বলে অত্র সমিতির সদস্যদের সঞ্চয়ের টাকা ফেরত না দিয়ে একই ইউনিয়নের তুলারাম মজিদপুর সমিতির সাথে একীভূত করেন। সমিতির সদস্যগণ ঋণের আবেদন করলে ঋণ মঞ্জুর হয় কিন্তু বিতরণের সময় উপজেলা সমন্বয়কারী প্রতি ঋণী ব্যক্তির নিকট এক হাজার পাঁচশত টাকা করে বিশেষ ক্ষমতাবলে কেটে নেন এবং পূর্বের সমিতির সদস্যদের সঞ্চয়ের সাত হাজার টাকা করে সঞ্চয়ের টাকা ফেরত না দিয়ে তাব-বাহানা করছেন। সংশ্লিষ্ট সমিতির সদস্য বৃন্দ সমন্বয়কারীর বিরুদ্ধে সঞ্চয়ের টাকা ও ঋণ বিতরণকালে এক হাজার পাঁচশত টাকা ফেরত চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মাজহারুল ইসলামের নিকট সদস্যবৃন্দ লিখিত অভিযোগ দায়ের করেছেন। অবিলম্বে বিষয়টি বিভাগীয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী সমিতির সদস্যবৃন্দর।

পুরোনো সংবাদ

রংপুর 8997653955918841249

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item