রংপুরের কেন্দ্রীয় শহীদ মিনারের পবিত্রতা বজায় থাকছে না

হাজী মারুফ রংপুর ব্যুরো -

রংপুরের কেন্দ্রীয় শহীদ মিনারের পবিত্রতা বজায় রাখতে উদাসিনতার অভিযোগ উঠেছে। দিন-দুপুরে জোড়ায়-জোড়ায় কপোত-কপতির দলে দলে সরব উপস্থিতিই শুধু নয়; জুতা-স্যান্ডল পরে স্কুলপড়–য়া ছাএরা শহীদ মিনারের উপর উঠে রীতিমতো জুতা পায়ে খেলছে । গতকাল বৃহসপতিবার দেখা যায় ভিন্ন চিএ  দৌরঝাঁপ নিত্য দিনের ঘটনায় পরিণত হয়েছে। তার পরও যেনো দেখার কেউ নেই।
প্রয়শঃই শহীদ মিনারের বেদীটিকে মঞ্চ হিসেবে ব্যবহার করে আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব অনুষ্ঠানে শহীদ মিনারটি কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। জানা গেছে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।
বৃহষ্পতিবার বিকেল নামার আগে শহীদ মিনার চত্ত্বরে গিয়ে দেখা যায়, জোড়ায় জোড়ায় কপোত-কপোতিদের বসে আড্ডায় মশগুল। কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান করায় পরিস্থিতি দিন দিন অশ্লিল রূপ নিচ্ছে। এছাড়াও গরু-ছাগলের অবাধ উপস্থিতি তো আছেই। একই ভাবে প্রতিদিন শিশুরা জুতা-স্যান্ডল পায়ে দৌড়ঝাঁপ করলেও দেখার কেউ নেই।
এ ব্যপারে সিটি করপোরেশনের দৃষ্টি কামনা করেছেন সচেতন মহল।  

পুরোনো সংবাদ

রংপুর 2883626374943086908

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item