রংপুর বিভাগীয় কমিউনিটি পুলিশিং সমাবেশ ঘিরে নীলফামারীতে প্রস্তুতি সভা

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ৭ ফেব্রুয়ারী॥
রংপুর বিভাগীয় কমিউনিটি পুলিশিং সমাবেশের আয়োজন ঘিরে নীলফামারীতে প্রস্তুতি সভা  অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১ টায় নীলফামারী পুলিশ সুপার জাকির হোসেন খানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয় সদর থানার সম্মেলন কক্ষে। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের কমিউনিটি পুলিশিং কমিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার জানান আগামী ৯ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৯টায় আট জেলা নিয়ে রংপুর বিভাগীয় কমিউনিটি পুলিশিং সমাবেশের অনুষ্ঠিত হবে রংপুর পুলিশ লাইন মাঠে। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ.কে. এম শহীদুল হক। বাল্যবিয়ে, যৌতুক, মাদক বিরোধী এবং অপরাধ কার্যক্রম জিরো টলারেন্সে নিয়ে আসার পরিকল্পনায় কমিউনিটি পুলিশিং কে শক্তিশালী করতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, সহকারি পুলিশ সুপার  হেড কোয়াটার জাকারিয়া রাহমান, সহকারি পুলিশ সুপার সদর সার্কেল ফিরোজ কবির, সহকারি পুলিশ সুপার সৈয়দপুর সার্কেল সাজেদুর রহমান, সদর থানার ওসি শাহজাহান পাশা, জেলা কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব সফিকুল আলম ডাবলু, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং এর আহবায়ক হাফিজুার রশিদ মঞ্জু প্রমুখ।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 2954876890860870344

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item