পাগলাপীরে কৃষি-শিল্প ও বানিজ্যের বিপ্লব ঘটাতে সোনালী কৃষি ও অগ্রনী ব্যাংকের শাখা জরুরী হয়ে পরছে।

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধি:
রংপুরের পাগলাপীরে সাধারন মানুষের ভাগ্য পরিবর্তনে কৃষি শিল্প ও বানিজ্যের বিপ্লব ঘটাতে সোনালী কৃষি অগ্রনী ব্যাংকের শাখা জরুরী হয়ে পরছে। পাগলাপীরের ক্ষুদ্র বর্গা সহ প্রান্তিক কৃষক ও বিভিন্ন ব্যবসায়ী মহল এমনটাই দাবী করছেন। জানাগেছে কৃষি শিল্প ও ব্যবসা বানিজ্য নির্ভরশীল এলাকা বলে দেশের বিভিন্ন মহলের পাগলাপীরের ব্যাপক পরিচিতি থাকলেও একটি মাত্র জনতা ব্যাংকের শাখা ছাড়া অন্য কোন রাষ্ট্রায়াত্ব ব্যাংকের শাখা এই এলাকায় না থাকায় আজ পাগলাপীর সহ অঞ্চলে কৃষি শিল্প ব্যবসা বানিজ্যে বিপ্লব ঘটছে না। এর ফলে পাগলাপীরে সাধারন মানুষজন সহ ব্যবসায়ী মহলে ভাগ্য পরিবর্তনে চলছে নিজস্¦ অর্থায়নে কৃষি শিল্প ও ব্যবসা বানিজ্য। অথচ দেশের বিভিন্ন জেলা উপজেলা শহরগুলোর ন্যায় পাগলাপীরে ক্ষুদ্র শিল্প কল কারখানা ব্যবসা বানিজ্যের কেন্দ্রস্থান এবং কৃষি ভান্ডার বলা হলেও সরকারের দেওয়া নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এই এলাকাটি। এদিকে পাগলাপীরে একটি মাত্র জনতা ব্যাংকের শাখা থাকলেও গুটি কয়েক সিসি পার্টিদের কাছে জিম্মি হয়ে পরায় কৃষি শিল্প ব্যবসা বানিজ্যে প্রশার ঘটছে না পাগলাপীরের। তাই পাগলাপীরে কৃষি শিল্প ব্যবসা বানিজ্যের বিপ্লব ঘটাতে রাষ্ট্রায়াত্ব ব্যাংক সোনালী কৃষি অগ্রহী ব্যাংকের শাখা অত্যান্ত জরুরী হয়ে পরছে বলে বিভিন্ন ব্যবসায়ী মহল মনে করছে। সরেজমিনে পাগলাপীর দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক শাকিল হোসেনসহ বিভিন্ন ব্যবসায়ী মহল অভিযোগ করে বলেন দেশের বিভিন্ন জেলা উপজেলা শহর গুলোতে ব্যবসায়ী মহলরা ব্যবসা বানিজ্যের স্বার্থে যে কোন ব্যাংকে ঋন নিতে গেলে তাদেরকে কোন ঝুট ঝামেলা পোহাতে হয় না। অথচ আমরা পাগলাপীরের কোন ব্যবসায়ী মহল জনতা ব্যাংকে সহযোগীতা কামনা করলে কর্মকর্তাদের মহা ব্যস্ততার কারনে দিনের পর দিন করতে হয় অপেক্ষা। ফলে যে উদ্দেশ্যে ব্যাংকে সহযোগীতা চাওয়া হল সেটি আর সময়ের মধ্যে পাওয়া গেল না। তাই পাগলাপীরে জনতা ব্যাংক শাখার মত সোনালী কৃষি ও অগ্রনী ব্যাংক সহ একাধিক ব্যাংকের শাখা থাকত, তাহলে আমাদেরকে আর অপেক্ষা করতে হত না। এক ব্যাংকে ব্যস্ততা থাকলে অন্য ব্যাংকে প্রয়োজন সেরে নেওয়া যেত। এতে করে বর্তমান জনতা ব্যাংকের গ্রাহকের চাপ কমতো অন্যদিকে একাধিক ব্যাংকের শাখার কারনে পাগলাপীরে কৃষি শিল্প ও ব্যবসা বানিজ্যে বিপ্লব ঘটার মধ্য দিয়ে সাধারন মানুষের অত্ম সামাজিক উন্নয়নে দেশের বিভিন্ন জেলা উপজেলা শহরের মত এই ব্যস্ততম বানিজ্যিক বন্দর পাগলাপীরও অর্থনীতিতে এগিয়ে যেতে সক্ষম হত। 



পুরোনো সংবাদ

রংপুর 8198299708758539784

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item