নীলফামারীতে প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারীঃ মানসম্মত শিক্ষা জাতির প্রতিজ্ঞা এই প্রতিপাদ্য কে ধারন করে সারা দেশের ন্যায় নীলফামারীতেও জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ/ ২০১৬ শুরু হয়েছে। এই শিক্ষা সপ্তাহ ঘিরে আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয়। র‌্যালী শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখে নীলফামারী জেলা প্রশাসক জাকীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এ,জে,এম এরশাদ আহসান হাবিব  জেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বণিক, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলাম ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম। শিক্ষা র‌্যালীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী সহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশ নেয়।
সংশ্লিষ্টরা জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যেগে ৪-১০ ফেব্রুয়ারী জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন করা হবে। জাতীয় প্রাথমিক শিা সপ্তাহের অন্যতম প্রধান উদ্দেশ্যে হলো প্রাথমিক শিার ক্ষেত্রে অসমান্য অবদান, খেলাধুলা, সঙ্গীত, বিদ্যালয় পরিচালনা, প্রাথমিক সমাপনী পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী প্রতিষ্ঠান, ব্যক্তি এবং ছাত্র-ছাত্রীকে সম্মানিত করা।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 5582957250405705730

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item