নীলফামারীর একটি ইউনিয়নকে বাল্য বিয়ে,যৌতুক ও মাদকমুক্ত ঘোষনা

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারীঃ
নীলফামারীর জেলা সদরের ১৩ ইউনিয়ন ও একটি পৌরসভাকে বাল্য বিয়ে,যৌতুক ও মাদকমুক্ত ঘোষনার প্রক্রিয়া শুরু হয়েছে। ধাপে ধাপে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় গনসমাবেশের মাধ্যমে  বাল্য বিয়ে,যৌতুক ও মাকদমুক্ত ঘোষনা করা হবে। এই ধারাবাহিকতার আলোকে রবিবার  দুপুরে বাল্য বিয়ে,যৌতুক ও মাকদমুক্ত ঘোষনা করা হলো  চওড়াবড়গাছা ইউনিয়নকে। চওড়াবড়গাছা স্কুল  এন্ড কলেজ মাঠে ইউনিয়নবাসীর উপস্থিতিতে বাল্য বিয়ে,যৌতুক ও মাকদমুক্ত ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি  নীলফামারী জেলা প্রশাসক জাকীর হোসেন। পাশাপাশি প্রধান অতিথি শপথ বাক্য পাঠ করান। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ল্যাম্ব আইএম পাওয়ার প্রকল্পের আওতায় সাংবাদিক তাহমিন ববীর সঞ্চালনায় গনসমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান,নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, জেলার ভারপ্রাপ্ত মহিলা বিষয়ক কর্মকর্তা নুরননাহার শাহাজাদী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবিব। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চওড়াবড়গাছা স্কুল ও এন্ড কলেজের অধ্যক্ষ সহিদুল ইসলাম, কাঞ্চনপাড়া এফ,এ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা মোঃ গোলাম ফেরদৌস, ল্যাম্ব প্রতিনিধি বোরহান শেখ, সদর উপজেলা স্যানিটারী কর্মকর্তা আল আমিন, কিশোর কিশোরী ফোরামের পক্ষে কালিদাস রায় ও আয়শা সিদ্দিকা। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী জানান প্রক্রিয়া অনুযায়ী প্রথমে ইউনিয়নে ইউনিয়নে গণসমাবেশের মাধ্যমে ইউনিয়ন গুলোকে বাল্য বিয়ে,যৌতুক ও মাকদমুক্ত ঘোষনা করা হচ্ছে। রবিবার চওড়াবড়গাছা ইউনিয়নকে বাল্য বিয়ে,যৌতুক ও মাকদমুক্ত ঘোষনা করা হয়। আজ সোমবার একইভাবে গোড়গাম ইউনিয়নকে ঘোষনা করা হবে। প্রতিদিন একটি করে ইউনিয়কে এভাবেই ঘোষনা করা হবে।   এরপর সম্মিলিতভাবে আগামী এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে গোটা সদর উপজেলাকে বাল্য বিয়ে,যৌতুক ও মাকদমুক্ত ঘোষনা করবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি।
উল্লেখ যে ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারী জেলা সদরের লক্ষ্মীচাপ ও পলাশবাড়ি ইউনিয়নকে বাল্য বিয়ে,যৌতুক ও মাকদমুক্ত ঘোষনা করা হয়েছিল।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 8039612210463071965

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item