মীর কাসেমের আপিল মামলার রায় ৮ মার্চ

স্টাফ রিপোর্টারঃ

 মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীর আপিল মামলার রায় দেওয়া হবে আগামী ৮ মার্চ।

উভয়পরে যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন শেষে বুধবার (২৪ ফেব্রুয়ারি) রায়ের এ দিন ধার্য করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের এক নম্বর বেঞ্চে ৭ কার্যদিবসে এ শুনানি শেষ হলো। বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।

সর্বোচ্চ আদালত প্রথমে ২ মার্চ রায়ের দিন ধার্য করেছিলেন। তবে প্রধান বিচারপতি সেদিন ঢাকায় থাকবেন না, তাই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে রায়ের দিন পুনর্র্নিধারণের কথা জানান আদালত।

বুধবার মীর কাসেমের বিরুদ্ধে রাষ্ট্রপে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রাষ্ট্রপরে পরে জবাবে আসামিপে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন করেন মীর কাসেমের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। এর মধ্য দিয়ে আপিল মামলাটির বিচারিক কার্যক্রম শেষ হওয়ায় রায় প্রদানের দিন ধার্য করেন সর্বোচ্চ আদালত।

পুরোনো সংবাদ

প্রধান খবর 1575542104356221131

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item