মালয়েশিয়ায় চার বাংলাদেশিসহ মোট ৬৫ জন অবৈধ অভিবাসীকে আটক

ডেস্ক
- চার বাংলাদেশিসহ মোট ৬৫ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়া পুলিশ।

শুক্রবার ওপস সাপুতে এক অভিযানে তাদের আটক করা হয়। ওইদিন রাত আড়াইটার দিকে কাহাংয়ে বুকিক চানতিং অয়েল পাম প্ল্যান্টেশনে শ্রমিকদের হোস্টেলে অভিযান চালানো হয়।

বাতু পাহাত এবং কেলুয়াং ইমিগ্রেশন অফিসকে সঙ্গে নিয়ে এই অভিযান পরিচালনা করে জোহর ইমিগ্রেশন বিভাগ।

অভিযানের নেতৃত্বে থাকা জোহর পুলিশের উপ-সহকারী পরিচালক রাশদিন রহমাত বলেন, আটকদের মধ্যে চারজন বাংলাদেশি, একজন নেপালি এবং ৫৪ জন ইন্দোনেশিয়ান পুরুষ এবং ছয়জন নারী রয়েছেন।

তিনি বলেন, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ইমিগ্রেশন এ্যাক্ট-১৯৬৩ অনুযায়ী তদন্ত করা হবে। এসব অভিবাসীদের বয়স ৪৯ থেকে ৬২ বছরের মধ্যে।

অভিবাসীরা সবাই সারাদিন কঠোর পরিশ্রম শেষে ঘুমাচ্ছিলেন। এরপরও অনেকেই অভিযানের সময় পালানোর চেষ্টা করেন। আটক সবাইকে সেতিয়া ট্রোপিকা ইমিগ্রেশন অফিসে রাখা হয়েছে বলে জানান তিনি।

পুরোনো সংবাদ

প্রধান খবর 3099558334836140765

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item