রৌমারীতে জাল টাকাসহ ১জনগ্রেপ্তার

রাজীবপুর কুড়িগ্রাম সংবাদদাতা :


কুড়িগ্রামের রৌমারীতে মনছুর আলী (৪০) নামের এক ব্যবসায়িকে জাল টাকাসহ ধরা পড়েছে। ৫শ’ টাকার জাল নোট দিয়ে দাঁতভাঙ্গা বাজারে চাল কেনার চেষ্টা করার সময় স্থানীয় জনতা তাকে পাকড়াও করে পুলিশে সোপর্দ করে। পরে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং জাল টাকা ব্যবসা করার অপরাধে তার বিরুদ্ধে মামলা দায়ের করে। গত কাল রবিবার পুলিশ তাকে আদালতে প্রেরণ করেছে।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, গতকাল শনিবার বিকালে ওই ব্যক্তি উপজেলার দাঁতভাঙ্গা বাজারে জাল টাকার নোট দিয়ে কেনাকাটা করার সময় বাজারের মানুষ তাকে আটক করে। তার কাছ থেকে ৫শ’ টাকার একটা জাল নোটও উদ্ধার করা হয়। সে এলাকার একজন চিহ্নিত জাল টাকার ব্যবসায়ি। তার বাড়ি একই উপজেলার চরকাউনিয়ার চর গ্রামে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম সাজেদুল ইসলাম জানান, আমরা তদন্ত করে দেখেছি ওই ব্যক্তি জাল টাকার ব্যবসাসহ চোরাকারবারি সঙ্গে জড়িত।

পুরোনো সংবাদ

কুড়িগ্রাম 1288323786274563917

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item