বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত শুভেচ্ছার ফেস্টুন ছিড়ে ফেলেছে দুর্বৃত্তরা

কুড়িগ্রাম থেকে হাজরা খাতুনঃ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত শুভেচ্ছার ফেস্টুন ছিড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ছিনাই ইউনিয়নে আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের আগুন বইছে।
সম্প্রতি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের জয়কুমর এলাকার বাসিন্দা বিশিষ্ট ঠিকাদার সমাজসেবী মোঃ আকবর আলী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত শুভেচ্ছার ফেস্টুন তৈরি করে আরকে রোডে টাঙ্গিয়ে দেন। ছিনাই ইউপি চেয়ারম্যান সাদেকুল হক নুরুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় ঝলমলে আলোবাতির সামনেই দুর্বৃত্তরা রাতের বেলা ফেস্টুন ছিড়ে নষ্ট করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সম্মুখযুদ্ধের সহিত আজিজুল হকের ভাই আকবর আলী সহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ পরিবারের লোকজনের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুক্তিযোদ্ধা পরিবারের কেউ যদি চেয়ারম্যান প্রার্থী হন, এতে করে অন্যান্যরা বঞ্চিত হওয়ার আশংকায় এ ঘটনা পূর্ব পরিকল্পিত ভাবে ঘটানো হয়েছে। দোষীদের সনাক্ত করে আইনের আওতায় এনে তাদের বিচারের ব্যবস্থা করতে এলাকাবাসী দাবি জানিয়েছে।

পুরোনো সংবাদ

কুড়িগ্রাম 4993074056243797886

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item