খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ

ডেস্ক:
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বাদীর সাক্ষ বাতিল চেয়ে নতুন করে সাক্ষ গ্রহণের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

রোববার (১৪ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আবেদন খারিজ করে দেন।

আদালতে খালেদা জিয়ার পে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। আর দুর্নীতি দমন কমিশনের (দুদক) পে ছিলেন খুরশীদ আলম খান।
আইনজীবী খুরশীদ আলম খান জানান, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বাদীর স্যা বাতিল করে ফের নতুন স্যাগ্রহণের জন্য গত বছরের ১৪ জুন হাইকোর্টে ফৌজদারি রিভিশন আবেদন করেছিলেন খালেদা জিয়া।

হাইকোর্টে এ আবেদন ২৯ জুন খারিজের পর আপিলে যান খালেদা জিয়া। রোববার এ আবেদনও খারিজ করে দেন আপিল বিভাগ। 

‘আদালত আবেদন খারিজ করে দেওয়ায় বাদীর জবানবন্দি যেভাবে ছিল সেভাবে থাকবে।  বিচারিক আদালতে পরবর্তী সাক্ষগ্রহণের জন্য ৩ মার্চ দিন ঠিক করা আছে,’ যোগ করেন তিনি।

জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে ২০০৮ সালে ৩ জুলাই রাজধানীর রমনা থানায় মামলা করে দুদক।
এ মামলায় খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমানসহ ৬জনের বিরুদ্ধে ২০০৯ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।

এ মামলার বাদী দুদকের উপ-পরিচালক হারুন অর রশীদ।

পুরোনো সংবাদ

প্রধান খবর 249078745488455690

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item