পুরোহিত হত্যার প্রতিবাদে জলঢাকায় মানববন্ধন ও প্রতিবাদ সভা।

মর্তুজা ইসলাম,জলঢাকা (নীলফামারী)  প্রতিনিধি :

 পঞ্চগড়ের দেবিগন্জ উপজেলার শ্রী শ্রী সন্তু গোস্বামী গৌড়ীয় মঠের ভিক্ষু মহারাজ  অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে গলা কেটে হত্যা ও গোপাল  চন্দ্র রায়কে গুলি করে আহত করার প্রতিবাদে নীলফামারীর জলঢাকায় শনিবার বিকালে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্ঠান ঐক্য পরিষদ জলঢাকা উপজেলা ও পৌর শাখা। জিরো পয়েন্ট মোড়ের ২ ঘন্টা ব্যাপী এ পথসভায় সভাপতিত্ব করেন হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি ও শারদাঞ্জলি ফোরামের রংপুর বিভাগীয় আহবায়ক নির্মলেন্দু রায়। এসময় বক্তব্যে রাখেন হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্ঠান ঐক্য পরিষদের অধ্যাপক ধনেস্বর রায়, গৌতম রায়, মিত্তঞ্জয় রায়, খোকারাম রায়, প্রভাষক হেরম্ব রায়, ইসকন সদস্য মনোরঞ্জন রায়, শারদাঞ্জলি ফোরামের রংপুর বিভাগীয় যুগ্ম আহবায়ক দয়াল চন্দ্র রায় ও সন্তোষ রায় প্রমুখ। প্রতিবাদ সভাটি পরিচালনা করেন হিন্দু বৌঃ খ্রীঃ ঐক্য পরিষদের সাধারন সম্পাদক নিরঞ্জন  রায় রন্জু।

পুরোনো সংবাদ

নীলফামারী 2377876028130964258

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item