জলঢাকায় বাল্যবিবাহ উন্নয়নে মুল বাঁধা শীর্ষক রচনা প্রতিযোগিতা অনুস্ঠিত।

মর্তুজা ইসলাম,জলঢাকা প্রতিনিধি :
নীলফামারীর জলঢাকায় বৃহস্পতিবার সকালে কাজিরহাট পন্হাপাড়া আদর্শ আলিম মাদরাসার ছাত্র ছাত্রীদের নিয়ে বাল্যবিবাহ উন্নয়নে মুল বাঁধা শীর্ষক রচনা প্রতিযোগিতা অনুস্ঠিত হয়। এ উপলক্ষে ল্যাম্বের আয়োজনে প্লানের সহযোগীতায় মাদরাসা প্রাঙ্গণে আলোচনা সভা ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পদক বিতরন করা হয়। মাদরাসার সভাপতি এজিএম নোমানের সভাপতিত্বে অনুস্ঠানে অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন অধ্যক্ষ মমিনুর রহমান, ভাইস প্রিন্সিপাল হেমায়েত আলম, সিনিয়র শিক্ষক মাওলানা জয়নুল আবেদিন, ছাখি উদ্দীন, মর্তুজা ইসলাম, হারুন অর রশীদ, তশরিফা বেগম, মোকলেছার রহমান, ইবি প্রধান আব্দুর রাজ্জাক,  ম্যানেজিং কমিটির সদস্য খায়রুল ইসলাম ও ল্যাম্বের ইউনিয়ন ফ্যাসিলেটর নাজমা বেগম প্রমুখ। সভাপতির বক্তব্যে
অধ্যাপক এজিএম নোমান উপস্হিত সকলকে শপথ করে শিক্ষার্থীদের বলেন তোমরাই পারো সামাজিক আন্দোলন গড়ে তুলে বাল্যবিবাহ বন্ধ করতে। শেষে বিশজন বিজয়ীকে পদক প্রদান করা হয়।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 3027614493299060626

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item